অ্যাপশহর

‘উষ্ণতম’ শোকবার্তা টুইট করে চাপে ডন

ঘুম ভেঙেছিল রক্তাক্ত হয়ে , আর রাষ্ট্রপ্রধানের টুইটে বাকরুদ্ধ হয়ে গেল গোটা আমেরিকা৷

EiSamay.Com 3 Oct 2017, 8:40 am
এই সময় : ঘুম ভেঙেছিল রক্তাক্ত হয়ে , আর রাষ্ট্রপ্রধানের টুইটে বাকরুদ্ধ হয়ে গেল গোটা আমেরিকা৷ লাস ভেগাসের সঙ্গীতানুষ্ঠানে ভয়াবহ হত্যালীলা চলার পরে সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট , ‘My warmest condolences and sympathies to the victims and families of the terrible Las Vegas shooting. God bless you!’
EiSamay.Com las vegas shooting death toll rises to 59 no apparent connection to international terror
‘উষ্ণতম’ শোকবার্তা টুইট করে চাপে ডন


ডনের এ হেন সমবেদনার ভাষা দেখে চোখ কপালে উঠেছে অনেকের৷ কারণ , ‘উষ্ণ শোকবার্তা’ যে জানানো যায় , তা নিয়ে কারও কোনও অভিজ্ঞতাই ছিল না৷ সাধারণত ইংরেজি এই শব্দটি (ওয়ার্ম বা ওয়ার্মেস্ট ) কাউকে অভিনন্দন জানাতে ব্যবহার করা হয় , তার সঙ্গে কোনও শোক বা সমবেদনার আবহের সম্পর্ক নেই৷ এ কথা বলছে ইংরেজির সব থেকে গ্রহণযোগ্য তিনটি অভিধান অক্সফোর্ড , কেমব্রিজ ও মারিয়াম -ওয়েবস্টারে এই শব্দের সঙ্গে দুঃখ বা সমবেদনার পরিস্থিতির কোনও ব্যবহার নেই৷ এমনকি ভিক্টোরিয়ান ইংলিশেও পাওয়া যায়নি৷

তা হলে ট্রাম্প কী ভাবে এমন একটা শব্দের প্রয়োগ করলেন ? তা নিয়ে অবশ্য মোটেই ভাবিত নয় সাধারণ মানুষ৷ কারণ , ইংরেজি নিয়ে ট্রাম্পের এই ‘পাণ্ডিত্য ’র সঙ্গে পরিচিত তাঁরা৷ এবং তিনি যে এমন কিছু করতে পারেন , তেমন আশঙ্কা আগেই কেউ কেউ করেছিলেন৷ যেমন , কমেডিয়ান প্যাটন অসওয়াল্ড এক আহতর বক্তব্য তুলে ধরে টুইট করেন , ‘আমি জানি ভেগাসের অবস্থা ভয়াবহ , কিন্ত্ত আমি ট্রাম্পের বক্তব্যের জন্য অপেক্ষা করছি৷ আমার দৃঢ় বিশ্বাস , উনি বিষয়টিকে অনেকটাই ভালো করে দেবেন !’

এর কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট টুইট করেন৷ এবং তার পর থেকেই শুরু হয় টুইট -বর্ষণ৷ জেফ বলে এক জন বলেন , ‘এই লোকটা এক্কেবারে সাইকোপ্যাথ৷ সাধারণ মানবিক অনুভূতিও ওঁর নেই৷ ’ আর এক রসিক জন পডহোহাত্র্‌জ লেখেন , ‘ডিপেস্ট (গভীর ) হত৷ উষ্ণ (ওয়ার্মেস্ট ) নয়৷ ’ ব্যঙ্গ করে কারেন মানরোর মন্তব্য , ‘উনি বোধহয় কোনও দিন সমবেদনা প্রকাশই করেননি৷ অনুভূতিহীন বস্ত্তবিশেষ !’ জন মিসানো -টমসন নামে এক ব্যক্তি তো লিখেছেন , ‘এই নোংরা লোকটাই এ সব কথা বলতে পারে৷ কাম অন ম্যুলার (প্রাক্তন এফবিআই কর্তা যিনি ট্রাম্পের রুশ যোগ তদন্ত করছেন ), এই তাসের ঘর ভেঙে দিন তো !’

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল