অ্যাপশহর

সতর্ক কুয়েত, পাকিস্তান-সহ ৫ মুসলিম দেশের নাগরিকদের আর ভিসা নয়

পাকিস্তান-সহ পাঁচটি মুসলিম প্রধান দেশকে ভিসা দেওয়া বন্ধ করল কুয়েত। তালিকায় রয়েছে সিরিয়া, ইরাক, ইরান ও আফগানিস্তানও।

EiSamay.Com 2 Feb 2017, 4:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তান-সহ পাঁচটি মুসলিম প্রধান দেশকে ভিসা দেওয়া বন্ধ করল কুয়েত। তালিকায় রয়েছে সিরিয়া, ইরাক, ইরান ও আফগানিস্তানও।
EiSamay.Com kuwait bans visa for 5 muslim majority countries including pakistan
সতর্ক কুয়েত, পাকিস্তান-সহ ৫ মুসলিম দেশের নাগরিকদের আর ভিসা নয়


বিশেষ নির্দেশে গত শুক্রবারই সাতটি মুসলিম অধ্যুষিত দেশকে 'ব্যান' করেছে আমেরিকা। তার পরই সতর্ক কুয়েত সরকার ঘোষণা করে, উল্লিখিত ওই পাঁচটি দেশের অভিবাসীরা আপাতত ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এই গাল্ফ কান্ট্রির আশঙ্কা, আমেরিকায় মুসলিমরা 'ব্যান' হওয়ায়, এবার ইসলামিক জঙ্গিরা কুয়েতে ঢুকে পড়তে পারে।

জানা গিয়েছে, বাণিজ্য তো নয়ই, এমনকী পর্যটন ভিসাও উল্লিখিত দেশগুলিকে দেওয়া হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এগজিকিউটিভ অর্ডার অনুযায়ী, গোটা বিশ্বের কোনও শরণার্থী ১২০ দিনের জন্য আমেরিকায় ঢুকতে পারবেন না। এ ছাড়াও ৭টি মুসলিম দেশের অভিবাসীদের ক্ষেত্রে ৯০ দিনের সানপেনশন জারি রয়েছে। সেখানে যদিও পাকিস্তান নেই। রয়েছে সিরিয়া, ইরাক, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেন। এই ট্রাম্প কার্ডের কারণে বিশ্বের অনেক দেশই উদ্বিগ্ন।

কুয়েত অবশ্য সেই ২০১১ থেকেই সিরিয়ার নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কুয়েতের একটি সূত্রের উল্লেখ করে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সাম্প্রতিক 'অস্থিরতা'র কারণেই পাকিস্তান-সহ পাঁচটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

যদিও কুয়েতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত দাবি করেন, পাকিস্তানিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কুয়েত সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে তাঁর জানা নেই।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল