অ্যাপশহর

OMG: ইচ্ছে মতো আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন কিম! দাবি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া সরকারের আরও দাবি, ওই সময় যে উজ্জ্বল সূর্যালোক ছিল, তাও কিমেরই কীর্তি!

EiSamay.Com 13 Dec 2017, 12:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মানুষ অনেক কিছু নিয়ন্ত্রণে আনতে পারলেও, প্রকৃতির কাছে চির অসহায়। আবহাওয়া মানুষের অঙ্গুলিহেলনে চলে না। কিন্তু উত্তর কোরিয়ার কাছে কিম জং উন অতিমানব। উত্তর কোরিয়ার নয়া দাবি হল, কিম জং উন নাকি আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন!
EiSamay.Com kim jong un can control the weather says north korea media
OMG: ইচ্ছে মতো আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন কিম! দাবি উত্তর কোরিয়ার


আরও পড়ুন: ​ কিম জং-এর ফতোয়া, অলিম্পিকে ব্যর্থ অ্যাথলিটদের কড়া শাস্তি!

তামিল সুপারস্টার রজনীকান্তকে নিয়ে নানা জোকস সোশ্যাল মিডিয়ায় ঘোরে, যেখানে রজনীকে 'অতিমানব' হিসেবেই দেখানো হয়। সেসব নিছকই জোকস। খোরাক। কিন্তু উত্তর কোরিয়া সিরিয়াস! সে দেশের সংবাদমাধ্যমের বক্তব্য, শাসক কিম জং উন নাকি ইচ্ছে মতো আবহাওয়া পরিবর্তন করে দিতে পারেন। বাড়িয়ে দিতে পারেন সূর্যের আলোও!

আরও পড়ুন: ​ কিম জং বোনের বিয়ে দেবেন স্বয়ম্বরে, শর্ত জানেন?

গত সপ্তাহের শেষে দিকে একটি ছবি প্রকাশিত হয় কিমের। ছবিতে দেখা যাচ্ছে, চিন-উত্তর কোরিয়া সীমান্তে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট পিকটুর চূড়ায় হাসিমুখে দাঁড়িয়ে কিম। ওই ছবিটি দিয়ে সে দেশের সংবাদমাধ্যম লিখেছে, কিম জং উন আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন ইচ্ছেমতো।

এই দাবির পিছনে যুক্তিটি হল, কিম যখন কালো কোট ও চামড়ার জুতো পরে মাউন্ট পিকটুর শিখরে দাঁড়ান, তখন নাকি হঠাত্‍‌ আবহাওয়া ভালো হয়ে যায়। মৃদুমন্দ সমীরণ বইতে শুরু করে। ওটা নাকি কিমের 'চমত্‍‌কার' ছিল। উত্তর কোরিয়া সরকারের আরও দাবি, ওই সময় যে উজ্জ্বল সূর্যালোক ছিল, তাও কিমেরই কীর্তি!

খবরটা পড়ে কী করবেন, বুঝতে পারছেন না তো? আমাদেরও একই অবস্থা!

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল