অ্যাপশহর

সিঙ্গাপুর পৌঁছলেন কিম-ট্রাম্প, ঐতিহাসিক সামিট ঘিরে আশাবাদী বিশ্ব

কিম-ট্রাম্প আসন্ন বৈঠক নিয়ে আশাবাদী বিশ্ব।

EiSamay.Com 10 Jun 2018, 6:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। 'ঐতিহাসিক' এই বৈঠকের প্রাক্কালে রবিবার সিঙ্গাপুরে পৌঁছলেন দু'দেশের নেতা।
EiSamay.Com বিমানবন্দরে কিম জং উন
বিমানবন্দরে কিম জং উনকে স্বাগত জানাচ্ছেন সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী


এই প্রথম উত্তর কোরিয়ার কোনও রাষ্ট্রপ্রধানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাক্ষাৎ হতে চলেছে। যে কারণে ট্রাম্প-উন বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।

ট্রাম্প স্বয়ং এই বৈঠককে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 'চূড়ান্ত প্রচেষ্টা' হিসেবে ব্যখ্যা করেছেন। তাঁর মতে, আমেরিকা এবং উত্তর কোরিয়া এমন একটি অবস্থানে আছে যেখান থেকে যা কিছু হতে পারে। এই বৈঠক থেকে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে উত্তর কোরিয়ার থেকে ইতিবাচক বার্তা পাওয়া যাবে বলে আশাবাদী পর্যবেক্ষক মহল।

এদিকে, রবিবার সিঙ্গাপুরে পৌঁছনোর পরে সে দেশের প্রধানমন্ত্রী লি সেইন লুংয়ের সঙ্গে বৈঠক করেন উন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পও বৈঠকে মিলিত হবেন বলে জানা গিয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল