অ্যাপশহর

নগ্নতাই গণতন্ত্র! বিবস্ত্র হয়েই ভোট দেবেন সাহসিনী তারা

ভিডিয়োয় দেখা যাচ্ছে, নগ্ন হয়েই ভোট দিতে যাচ্ছেন কেটি।

EiSamay.Com 13 Jan 2017, 10:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড মার্কিন মুলুকে! গণতন্ত্রের উত্‍‌সবকে একেবারে অন্য ভাবে পালন করে এবার খবরের শিরোনামে পপস্টার ক্যাটি পেরি। ৮ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ভোট। সকাল সকাল যাতে সব মার্কিন নাগরিক আগে ভোটটা দিয়ে আসেন, তার জন্য এক অভিনব আহ্বান জানিয়েছেন ক্যাটি। বিখ্যাত পপস্টার ভোট দিতে যাচ্ছেন নগ্ন হয়ে। কেটির বার্তা, নগ্নতাই গণতন্ত্র।
EiSamay.Com katy perry strips down in attempt to get people to vote
নগ্নতাই গণতন্ত্র! বিবস্ত্র হয়েই ভোট দেবেন সাহসিনী তারা


একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘুম থেকে উঠেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছে মার্কিন নাগরিকরা। কেউ অন্তর্বাসে, কেউ আবার নাইট ড্রেসেই। ক্যাটিও ঘুম থেকে উঠেই নাইট ড্রেসে সোজা যাচ্ছেন পোলিং স্টেশনে। এখানেই কেটির প্রশ্ন, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করার জন্য কি জামা-কাপড় পরে থাকা বাধ্যতামূলক? ক্যাটির কথায়, 'আমি সংবিধান খুটিয়ে পড়েছি। নগ্ন হয়েও ভোট দিতে যাওয়া যায়।' ভিডিয়োয় দেখা যাচ্ছে, নগ্ন হয়েই ভোট দিতে যাচ্ছেন কেটি।

নির্বাচন নিয়ে ক্যাটির ভিডিয়ো ক্লিপ এখন চর্চার তুঙ্গে।

এই সেই VDO:



In a unique attempt to get people to the polls on Nov. 8, popstar Katy Perry has stripped off in a funny clip by Funny or Die and Rock the Vote.

The short movie shows Perry, a prominent Hillary Clinton supporter, waking up at 10am on the morning of Election Day, with her hair unruly and covered in bits of popcorn.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল