অ্যাপশহর

গুঠি বিলের প্রতিবাদে নেপালের রাস্তায় গণ-আন্দোলন

প্রতিবাদে বুধবার উত্তাল হল নেপালের রাজধানী কাঠমান্ড‌ু। রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দাবি এই জনস্বার্থ বিরোধী বিল আইন হলে তাতে ক্ষতিগ্রস্থ হবে এই হিমালয় কোলের ছোটো দেশটির সংস্কৃতি।

EiSamay.Com 20 Jun 2019, 7:41 am
এই সময় ডিজিটাল ডেস্ক: হংকং এখন উত্তাল, তার সেই উত্তাল গণ-আন্দোলনের হাওয়া এসে পৌঁছাল নেপালে। যারও কারণ জণবিরোধী বিল প্রণয়ন। নাম গুঠি বিল। যার প্রতিবাদে বুধবার উত্তাল হল নেপালের রাজধানী কাঠমান্ড‌ু। রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দাবি এই জনস্বার্থ বিরোধী বিল আইন হলে তাতে ক্ষতিগ্রস্থ হবে এই হিমালয় কোলের ছোটো দেশটির সংস্কৃতি।
EiSamay.Com Kathmandu against controversial Guthi Bill
গুঠি বিলের প্রতিবাদে নেপালের কাঠমান্ড‌ুর রাস্তায় মানুষ।


গুঠি সংস্থান বিল, যেটার মাধ্যমে সরকার গুঠি সম্প্রদায়ের সম্পত্তির জাতীয়করণ করতে চায় বলে দাবি বিক্ষোভকারীদের। যার দ্বারা সবগুলোকে একটি জাতীয় কমিশনের অধীনে নিয়ে আসতে চায় নেপাল সরকার বলে দাবি প্রতিবাদীদের। গত নভেম্বর থেকে এই প্রকল্পের পরিকল্পনা করছে নেপাল সরকার। গুঠিদের ব্যাপারে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যে কাজ করছিল, সেখানে তাদের সম্পত্তি দখলে কোন তাড়াহুড়া ছিল না, যেখানে যথাযথ ভাবে যাচাই বাছাই করা হচ্ছিল এবং সেখানে কোন অনিয়ম বা অপব্যবহারের অভিযোগও ছিল না বলে দাবি বিক্ষোভকারীদের।

গুঠি হলো আর্থ-সামাজিক প্রতিষ্ঠান যারা ধর্মীয়, জনমুখী ও সাংস্কৃতিক দায়িত্ব পালন করে। কিন্তু এরপরও সরকার তাড়াহুড়া করে শক্তিশালী নেওয়ার কমিউনিটিকে তছনছ করে দিয়েছে এবং তারা অভিযোগ করেছে যে, তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর এটা সরাসরি আঘাত। গত ৩০ এপ্রিল এই বিল সংসদে পেশ করে নেপাল সরকার।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল