অ্যাপশহর

পাকিস্তানের হাই সিকিওরিটি জোনে খুন সাংবাদিক

জ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় রাওয়ালপিণ্ডির কড়া নিরাপত্তা জোনের মধ্যেই খুন হলেন এক পাকিস্তানি সাংবাদিক।

EiSamay.Com 3 Mar 2018, 10:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় রাওয়ালপিণ্ডির কড়া নিরাপত্তা জোনের মধ্যেই খুন হলেন এক পাকিস্তানি সাংবাদিক। আততায়ীরা খুব কাছ থেকে ওই সাংবাদিককে গুলি করে।
EiSamay.Com journalist shot dead in high security zone in pakistan
পাকিস্তানের হাই সিকিওরিটি জোনে খুন সাংবাদিক


পুলিশ জানিয়েছে, নিহত সাংবাদিকের নাম অঞ্জুম মুনির রাজা (৪০)। বৃহস্পতিবার রাতে মোটর বাইকে করে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা হয়। হামলাকারীরাও মোটরবাইকে ছিল। কিছু বুঝে ওঠার আগেই গুলিতে অঞ্জুমকে ঝাঁঝরা করে, পালিয়ে যায়।

পাকিস্তানের ডন নিউজ জানাচ্ছে, রাওয়ালপিণ্ডির ব্যাংক রোডে যেখানে ঘটনাটি ঘটেছে, তার অদূরেই পাকিস্তানি সেনার সদর দপ্তর। পোস্টমর্টেমের পর পুলিশ জানিয়েছে, রাজার মাথা, ঘাড় ও শরীর মিলিয়ে মোট ছ'টি গুলি করা হয়েছে।

রাজার এক আত্মীয় তারিক মেহমুদ জানান, ইসলামাবাদের একটি উর্দু দৈনিকে সাব-এডিটর হিসেবে কাজ করতেন রাজা। পাকিস্তানে সাংবাদিকদের সংগঠন রাজার খুনিদের দ্রুত গ্রেপ্তারির পাশাপাশি প্রশাসনের কাছে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছে।

আন্তর্জাতিক একটি সংগঠনের গত মে মাসের রিপোর্টে পাকিস্তানকে সাংবাদিকতার জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিগত পনেরো বছরে কমপক্ষে ১১৭ সাংবাদিক খুন হয়েছেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল