অ্যাপশহর

১৫৯ ঘণ্টার ওভারটাইমে মৃত্যু সাংবাদিকের! নিয়মে পরিবর্তন আনছে জাপান

মাত্র ২ দিনের সাপ্তাহিক ছুটি পেয়েছিল

EiSamay.Com 6 Oct 2017, 8:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১৫৯ ঘণ্টা টানা কাজ। এমন ওভারটাইমের জেরেই মৃত্যু হয় মিওয়া সাদোর। সরকারি চ্যানেলের সাংবাদিকের মৃত্যুর খবরে হইচই পরে যায়। সরকারের তরফে নিয়ম সংস্কারের প্রতিশ্রুতি মিলেছিল তখনই।
EiSamay.Com japanese reporter dies as a result of working 159 overtime hours
১৫৯ ঘণ্টার ওভারটাইমে মৃত্যু সাংবাদিকের! নিয়মে পরিবর্তন আনছে জাপান


২০১৩ সালের জুলাই-এর ঘটনার ৪ বছর পর এবার ‘ওভারটাইম’ রুখতে আইন আনছে জাপান সরকার।

মাত্র ২ দিনের সাপ্তাহিক ছুটি পেয়েছিলেন মিওয়া। টানা ১৫৯ ঘণ্টা কাজ করে যায় সে। আর এর জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হায় তাঁর। জাপানের সরকারি সংবাদমাধ্যম NHK-এর রাজনৈতিক বিষয়ক সাংবাদিক ছিলেন তিনি।

প্রসঙ্গত, জাপানে কর্মচারিদের দিয়ে অতিরিক্ত পরিশ্রম করানোর উদাহরণ ভূরি ভূরি। দুর্বল শ্রম আইনের সুযোগ নিয়ে এই কাজ করে থাকে সংস্থাগুলি। কাজের সময়ে সংস্কারের পক্ষে সওয়াল করে সম্প্রতি আইন পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল