অ্যাপশহর

জেরুজালেমে নতুন মার্কিন দূতাবাস, হিংসায় হত ৫২ প্যালেস্তিনীয়

জখম হয়েছেন আরও অন্তত ১,৭০০ বিক্ষোভকারী।

EiSamay.Com 14 May 2018, 11:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জেরুজালেমে সোমবার নতুন মার্কিন দূতাবাস আনুষ্ঠানিক ভাবে চালু হওয়ার আগের মুহূর্তে ইজরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে বিক্ষোভকারী ৫২ প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ১,৭০০ বিক্ষোভকারী। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
EiSamay.Com Kill 41


জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার বিরোধিতায় এদিন গাজার সীমান্ত অঞ্চলে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সীমান্তে জড়ো হওয়া ক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইজরায়েলি সেনা গুলি চালালে, ঘটনাস্থলেই ৪১ জনের মৃত্যু হয়। জখম হয় আরও ১,৭০০ বিক্ষোভকারী। সরকারি সূত্রে খবর, জখমদের মধ্যে ৭৪ জনই শিশু, ২৩ জন মহিলা। পরে আরও ১১ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে জানানো হয়েছে। ফলে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২।

প্যালেস্তিনীয় সরকার এদিনের হিংসাকে ইজরায়েলি বাহিনীর 'ভয়ানক গণহত্যা' হিসেবে উল্লেখ করেছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আন্তর্জাতিক হস্তক্ষেপও দাবি করা হয়েছে।

ইজরায়েলি হামলায় গাজায় বিক্ষোভের বলি ৫২


ইজরায়েল সেনা সূত্রে দাবি, সীমান্তে ৩৫ হাজারের বেশি বিক্ষোভকারীর জমায়েত হয়েছিল। ধস্তাধস্তি থেকেই সংঘর্ষ বেধে যায়।

এই হিংসাত্মক ঘটনার দিনেই জেরুজালেমে আমেরিকার নতুন দূতাবাস খুলল। উপস্থিলেন ছিলেন ডোনাল্ড ট্রাম্পে বিশেষ উপদেষ্টা, তাঁরই কন্যা ইভাঙ্কা ট্রাম্প-সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্তারা।

জেরুজালেমকে ট্রাম্প প্রশাসন ইজারায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণেই অশান্তির সূত্রপাত্‍‌।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল