অ্যাপশহর

তুরস্কে গ্রেপ্তার 'ইসলামিক স্টেট'-এর 'তথ্যমন্ত্রী'

তুরস্কের রাজধানী আঙ্কারায় ধরা পড়ল 'ইসলামিক স্টেট'-এর 'তথ্যমন্ত্রী' ওমের ইয়েতেক।

EiSamay.Com 5 Feb 2018, 8:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারায় ধরা পড়ল 'ইসলামিক স্টেট'-এর 'তথ্যমন্ত্রী' ওমের ইয়েতেক। তুরস্কের সরকারি মিডিয়া জানাচ্ছে, ইসলামিক স্টেট পরিচালিত বিভিন্ন মিডিয়ার ভার ছিল ওমরের উপর। পাশাপাশি কো-অর্ডিনেটর হিসেবে তুরস্কে একাধিক আইসিস হামলাতেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে দাবি করা হয়েছে।
EiSamay.Com islamic states information minister arrested in turkey
তুরস্কে গ্রেপ্তার 'ইসলামিক স্টেট'-এর 'তথ্যমন্ত্রী'


২০১৬-য় মার্কিন বিমান হানায় প্রাণ হারায় আইসিসের পূর্বতন 'তথ্যমন্ত্রী' ওয়া'ইল আদিল হাসান সলমন আল-ফায়েদ। তার পরই তথ্যমন্ত্রীর দায়িত্ব পায় ওমের ইয়েতেক।

প্রসঙ্গত, আইএসের ডিজিটাল মিডিয়া নেটওয়ার্ক রয়েছে, যা আমাক নিউজ এজেন্সি নামে পরিচিত। এই নিউজ এজেন্সির খবরাখবর ট্যুইটার, ফেসবুক অ্যাকাউন্ট, ডিজিটাল ম্যাগাজিন এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মূলত, আইসিস কোথায় হামলা চালাল বা কোনও হামলার দায় নিলে, তা আমাক নিউজ এজেন্সি মারফত্‍‌ই জানায়। এই গোটা বিষয়টিতে 'তথ্যমন্ত্রী'র ভূমিকা থাকে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল