অ্যাপশহর

পাকিস্তানে জঙ্গি হামলার দায় স্বীকার ISIS-এর, মৃত ৬০

জঙ্গি সংগঠনটি একটি ভিডিয়োয় কেট্টায় হামলা তারাই চালিয়েছে বলে দাবি করেছে।

EiSamay.Com 25 Oct 2016, 7:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পুলিশ ট্রেনিং কলেজে হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন ISIS। জঙ্গি সংগঠনটি একটি ভিডিয়োয় কেট্টায় হামলা তারাই চালিয়েছে বলে দাবি করেছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১০ নাগাদ কেট্টা শহরের পুলিশ ট্রেনিং আকাডেমিতে আত্মঘাতী হামলা চালায় তিন আত্মঘাতী জঙ্গি। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন ক্যাডেট এবং গুরুতর আহত হয়েছেন আরও ১১৮ জন। পুলিশের পাল্টা গুলিতে নিহত তিন জঙ্গি।
EiSamay.Com islamic state claims attack on quetta police academy
পাকিস্তানে জঙ্গি হামলার দায় স্বীকার ISIS-এর, মৃত ৬০


বালোচিস্তান প্রদেশের কেট্টা শহরের সারয়াব রোডের পুলিশ ট্রেনিং কলেজে হামলা চালায় তিন আত্মঘাতী জঙ্গি। বালোচিসস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ট্যুইট করে জানিয়েছেন, এই ঘটনায় জখম হয়েছেন ১১৮ জন। একটি সাংবাদিক বৈঠকে বুগতি জানিয়েছেন, তিন জন জঙ্গি এই হামলা চালায়। হামলার সময়ে কলেজ হস্টেলে উপস্থিত ছিলেন প্রায় ৭০০ ক্যাডেট ও কর্মচারী।

পুলিশের হাতে ধরা পড়ে দুই জঙ্গি আত্মহননের পথ বেছে নেয় এবং একজনের প্রাণ যায় পুলিশের গুলিতে। ফ্রন্টেয়ার কর্পস আইজি, মেজর জেনারেল শের আফগান জানিয়েছেন, তিন জনেই আত্মঘাতী জ্যাকেট পরে ছিল। মেজর জেনারেল শের আফগান আরও জানিয়েছেন, হ্যান্ডলার্সের সাহায্যে আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ করছিল এই তিন জঙ্গি।

আহতদের ভর্তি করা হয়েছে কেট্টা শহরের সিভিল হাসপাতাল, বোলান মেডিকাল কলেজ হাসপাতাল এবং সেনাবাহিনীর হাসপাতালে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল