অ্যাপশহর

ধেয়ে আসছে ইরমা ,ঘুম নেই ফ্লোরিডার

কিউবা জুড়ে তাণ্ডব চালিয়ে অন্তিম গন্তব্যের পথে হারিকেন ইরমা৷ এবং শেষবেলায় গতিপথে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আটলান্টিকের সর্বকালের অন্যতম সেরা এই ঘূর্ণিঝড়৷

EiSamay.Com 10 Sep 2017, 8:49 am
মায়ামি: কিউবা জুড়ে তাণ্ডব চালিয়ে অন্তিম গন্তব্যের পথে হারিকেন ইরমা৷ এবং শেষবেলায় গতিপথে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আটলান্টিকের সর্বকালের অন্যতম সেরা এই ঘূর্ণিঝড়৷ তাতেই ঘুম ছুটেছে ফ্লোরিডার৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল , ঝড়ের মূল ধাক্কা সইতে হবে মায়ামি -সহ পূর্ব ফ্লোরিডাকেই৷ সেই অনুযায়ী শুধু ফ্লোরিডা থেকেই ৬০ লক্ষ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ শনিবার মার্কিন আবহাওয়া দন্তর জানায় , উত্তর নয় , বেশ খানিকটা ঘুরে দক্ষিণ -পশ্চিম ফ্লোরিডায় আছড়ে পড়তে চলেছে ইরমা৷ কেপ কোরাল , শার্লট হয়ে সোজা ট্যাম্পা বে -র উপর দিয়ে জর্জিয়ার দিকে এগিয়ে যাবে হারিকেন৷ বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৩০ -২৪০ কিলোমিটারে পৌঁছতে পারে৷
EiSamay.Com irma florida faces tornadoes and storm surges as hurricane closes in yet some refuse to leave
ধেয়ে আসছে ইরমা ,ঘুম নেই ফ্লোরিডার


নতুন সতর্কবার্তা পেয়ে আরও ১০ লক্ষ মানুষকে সরে যেতে চলেছে প্রশাসন৷ জর্জিয়ার উপকূলবর্তী এলাকা থেকেও অন্তত সাড়ে পাঁচ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ফ্লোরিডার শেষ বিন্দু মায়ামিতে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে৷ বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া৷ রাস্তাঘাট , বিচ সব জনশূন্য৷ ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেছেন , ‘শনিবার রাতের মধ্যে নিরাপদে না -সরলে আসলে আপনি নিজেকে চরম বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন !’ ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে , আমেরিকায় থাকা ভারতীয়দের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে৷

চলতি মরসুমে হারিকেন হার্ভে তছনছ করেছে টেক্সাসের বিস্তীর্ণ অংশ৷ তার পর পরই আটলান্টিকে জন্ম হয় রাক্ষুসে ইরমার৷ ক্যাটেগরি ফাইভের (সর্বাধিক শক্তিশালী ) এই হারিকেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ধ্বংসলীলা চালিয়ে কিউবায় পৌঁছে গিয়েছে৷ সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ কিলোমিটার৷ শুক্রবার ইরমা কিছুটা দুর্বল হয়ে ক্যাটেগরি ফোরে পরিণত হয়েছিল৷ কিন্ত্ত কিউবা পেরোনোর সময় তার শক্তি আবার বেড়ে যায়৷ যদিও রাতের খবর , ফ্লোরিডার দিকে এগোনোর পথে ক্যাটেগরি থ্রিতে পরিণত হয়েছে ইরমা৷ অবশ্য শেষ মুহূর্তে আছড়ে পড়ার সময় আবার শক্তি বাড়াতে পারে হারিকেন৷ ফ্লোরিডা উপকূলের উষ্ণ জলতল জ্বালানি জোগাতে পারে ঝড়কে৷ তাই প্রশাসন বা জনতা , কেউ -ই ঢিলে দিতে নারাজ৷ যেমন , ট্যাম্পা৷

এই অঞ্চলে শেষ বড়সড় হারিকেন আছড়ে পড়েছিল ১৯২১ সালে৷ তার পর তেমন বিপর্যয় আসেনি আর৷ তা-ও ইরমার রক্তচক্ষুতে গত দু’দিন ধরেই ট্যাম্পাবাসী একটু একটু করে নিরাপদে সরতে শুরু করেছিলেন৷ অনেকে নিজের ঘরই দুর্গ বানিয়ে থেকে যাচ্ছিলেন৷ কিন্ত্ত এ দিন সরে যাওয়া আবশ্যিক করে দেয় প্রশাসন৷ কর্মসূত্রে ট্যাম্পায় বহু বাঙালির বাস৷ ‘সৈকত ’ নামে বাঙালিদের একটি অ্যাসোসিয়েশনও রয়েছে সেখানে৷ তারাও সদস্যদের দফায় দফায় সতর্কবার্তা পাঠাচ্ছেন৷ রাহুল চক্রবর্তী , প্রণব সেন মজুমদার , সুস্মিতা দাশগুন্ত , রাজর্ষি সিনহারা জানাচ্ছেন , দক্ষিণ ফ্লোরিডার একটি এলাকায় এক পরিচিতের বাড়ি চলে যাচ্ছেন তাঁরা৷ আগামী ক’দিন সেখানেই সকলে থাকবেন৷ তাঁদের সঙ্গে রয়েছে দশ বছরের বাচ্চাও৷ শেষবেলায় খাবার , গাড়ির তেল , পানীয় জল যতটা পেরেছেন , তুলে রেখেছেন৷ ঝড় চলে যাওয়ার পরও যে সহসা সব কিছু ঠিক হয়ে যাবে , সে নিশ্চয়তা দিতে পারছে না ফ্লোরিডা প্রশাসনও৷ তার উপর প্রবল বর্ষণে নিচু এলাকাগুলি ডুবে যাওয়ারও জোর আশঙ্কা৷

ইরমার অভিঘাতে এ পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপগুলিতে ২৫ জনের মৃত্যু হয়েছে৷ কিউবায় মৃত কত, তা জানা যায়নি৷ তবে ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল৷ ক্যারিবিয়ান দ্বীপগুলির ভয় আরও বেশি৷ আরও একটি হারিকেন হোসে ইতিমধ্যেই ক্যাটেগরি ফোরে পৌঁছেছে৷ নতুন করে ক্ষয়ক্ষতির আশঙ্কা বারবুডা , লিওয়ার্ড দ্বীপে৷

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল