অ্যাপশহর

পরমাণু চুক্তি নিয়ে কড়া বার্তা ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জেরে গত বছর থেকেই প্রশ্নের মুখে পড়ে রয়েছে ইরান পরমাণু সমঝোতার ভবিষ্যৎ। বারাক ওবামার আমলে হওয়া এই চুক্তিকে এ বার বিশ বাঁও জলে ফেলে দিয়ে ইরান জানিয়ে দিল, আংশিক ভাবে নিজেদের এই সমঝোতা থেকে সরিয়ে নিচ্ছে তারা। পুরোপুরি প্রত্যাহার এখনই হচ্ছে না।

EiSamay.Com 9 May 2019, 4:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের জেরে গত বছর থেকেই প্রশ্নের মুখে পড়ে রয়েছে ইরান পরমাণু সমঝোতার ভবিষ্যৎ। বারাক ওবামার আমলে হওয়া এই চুক্তিকে এ বার বিশ বাঁও জলে ফেলে দিয়ে ইরান জানিয়ে দিল, আংশিক ভাবে নিজেদের এই সমঝোতা থেকে সরিয়ে নিচ্ছে তারা। পুরোপুরি প্রত্যাহার এখনই হচ্ছে না। ২ মাস তারা দেখবে, তার মধ্যে এই সমঝোতার অন্য সদস্য রাষ্ট্রগুলি মার্কিন নিষেধাজ্ঞা তোলার কিংবা আংশিক প্রত্যাহারের ব্যবস্থা করতে পারলে তবেই এই চুক্তিতে থাকবে ইরান। না হলে
EiSamay.Com Iran warning on nuclear pact
ফাইল ছবি।


ঐতিহাসিক এই সমঝোতা ছেড়ে বেরিয়ে যাবে তারা। বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানিয়ে দেন। চিঠি চলে গিয়েছে এই সমঝোতার বাকি সদস্য রাষ্ট্রগুলির কাছেও।

ইরানের পরমাণু সক্রিয়তার উপর লাগাম পরাতেই এই সমঝোতা করেছিলেন তাৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তেহরানকে এই সমঝোতার জন্য রাজি করানো তাঁর প্রেসিডেন্সির অন্যতম সেরা সাফল্য বলে মনে করা হয়। এই সমঝোতায় শরিক হয়েছিল ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া এবং চিন। সমঝোতার শর্ত অনুযায়ী, নির্ধারিত মাত্রার বেশি ইউরেনিয়াম সঞ্চয় করতে পারবে না তেহরান। বাকিটা তাদের অন্য দেশকে বেচে দিতে হবে। এর জন্য তাদের উপর কোনও বাড়তি শুল্ক চাপানো হবে না। এই সমঝোতায় রাজি হওয়ার জন্য ইরানের উপর জারি করা যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল আমেরিকা। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই সমঝোতা থেকে বেরিয়ে আসেন। কারণ তাঁর মনে হয়েছে এই সমঝোতা আগাগোড়াই ভুলে ভরা। এর জেরে চুক্তি ধাক্কা খেলেও ইরান এবং বাকি দেশগুলি জানিয়েছিল, তারা সমঝোতা মেনে চলবে।

তা হলে এখন কেন পিছু হঠছে ইরান?

সাংবাদিক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, আমেরিকার অন্দরে থাকা কট্টরপন্থীরা এই চুক্তি ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। তারা ইরানের শত্রুদের সঙ্গে কথা বলছে। তেহরানের উপর নিষেধাজ্ঞা আরও কড়া করছে। রৌহানির বক্তব্য, এমন অবস্থায় চুক্তি মেনে এগিয়ে চলা তাঁদের পক্ষে সম্ভব নয়। বাকি সদস্য রাষ্ট্রগুলি কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল