অ্যাপশহর

করোনায় মৃত্যুতে চিনের পরেই ইরান, মৃত্যু আরও ২ আক্রান্তের!

ইরানের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী কোম, তেহরান ও গিলান প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা বেশি ঘটেছে। প্রথম দুই ব্যক্তি কোমে মারা গিয়েছেন। ইরানের ধারণা, ওই কোম শহর থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ছে। কোমে কিছু চিনা শ্রমিক রয়েছেন। তাঁদের মাধ্যমেই করোনা ছড়িয়েছে বলে সন্দেহ করছে স্বাস্থ্য মন্ত্রক।

EiSamay.Com 22 Feb 2020, 4:38 am
এই সময় ডিজিটাল ডেস্ক: চিনের চৌহদ্দি পেরিয়ে বহির্বিশ্বেও প্রাণঘাতী হয়ে উঠছে করোনাভাইরাস। শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে ইরানে। এ নিয়ে মারণ এই ভাইরাসে ইরানে চার জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৪ জন। সেইসঙ্গে কোভিড-১৯ করোনাভাইরাসে মুত্যুর তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে এসেছে ইরান। চিন ছাড়া আর কোনও দেশে করোনায় চার জনের মৃত্যু হয়নি।
EiSamay.Com jpg


ইরানের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী কোম, তেহরান ও গিলান প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা বেশি ঘটেছে। প্রথম দুই ব্যক্তি কোমে মারা গিয়েছেন। ইরানের ধারণা, ওই কোম শহর থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ছে। কোমে কিছু চিনা শ্রমিক রয়েছেন। তাঁদের মাধ্যমেই করোনা ছড়িয়েছে বলে সন্দেহ করছে স্বাস্থ্য মন্ত্রক।

গত বুধবার কোমে দুই ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রকের উপদেষ্টা আলিরেজা ভাহাবজাদে। তাঁর দেওয়া খবর অনুযায়ী, তেহরানের দক্ষিণাঞ্চলীয় কোম শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বৃদ্ধ মারা গিয়েছেন। ভাইরাস থেকে তাঁদের ফুসফুসে জটিল সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।

গত ৩১ ডিসেম্বর চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৮টি দেশে এই প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এখন পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ২ হাজার ২২৩ জন। চিনের মূল ভূখণ্ডে আক্রান্ত প্রায় ৭৫ হাজার।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল