অ্যাপশহর

কমছে জনসংখ্যা! ইরানে চালু ‘অভিনব’ ডেটিং অ্যাপ

Iran: ইরানে বাড়ছে ডিভোর্স। আর এই ডিভোর্সের সংখ্যা কমাতে এবং দেশের জনসংখ্যা বৃদ্ধি করতে Dating App চালু করল এই দেশ। অ্যাপটির নাম ‘হামদাম’। জেনে নিন বিস্তারিত…

EiSamay.Com 16 Jul 2021, 8:59 am

হাইলাইটস

  • বিবাহবিচ্ছেদের আবেদনে জেরবার!
  • স্বামী-স্ত্রীর সম্পর্ক 'অটুট' রাখতে এবার ডেটিং অ্যাপ চালু করল ইরান।
  • এই অ্যাপের মাধ্যমে নারী পুরুষ বিয়ের জন্য পরস্পরের সঙ্গে পরিচিত হবার সুযোগ পাবেন।


EiSamay.Com dating app
প্রতীকী ছবি
এই সময় ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের আবেদনে জেরবার! স্বামী-স্ত্রীর সম্পর্ক 'অটুট' রাখতে এবার ডেটিং অ্যাপ চালু করল ইরান। অ্যাপটির নাম 'হামদাম', অর্থাৎ সঙ্গী। এই অ্যাপের মাধ্যমে নারী পুরুষ বিয়ের জন্য পরস্পরের সঙ্গে পরিচিত হবার সুযোগ পাবেন। বিবাহ যাতে দীর্ঘস্থায়ী হয়, সেকারণেই এই ডেটিং অ্যাপ চালু করেছে ইরান।
ইরানের আইন অনুযায়ী, স্বামী, স্ত্রী দু'পক্ষের সম্মতিতে কেউ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ালে সেক্ষেত্রে ফৌজদারি অপরাধ হিসেবে তা গণ্য করা হয়। এদিকে সংশ্লিষ্ট দেশে ক্রমশ বাড়ছে বিবাহ বিচ্ছেদে হার। কমছে শিশু জন্মের হারও। ফলে বিয়ের আগে একে অপরকে যাতে জানতে এবং চিনতে পারেন হবু-স্বামী স্ত্রী এবং তাঁদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, সেই কারণেই শুধু হয়েছে 'হামদাম' এর যাত্রা।

কীভাবে কাজ করবে 'হামদাম'?
যাঁরা শুধু বিয়ে করতে আগ্রহী তাঁদেই এই অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে। যাচাই করে দেখা হবে অ্যাপ ব্যবহারকারীদের পরিচয়পত্র। পাত্রপাত্রী কেমন জীবনসঙ্গী চান সেই বিষয়ে জানতে চাওয়া হবে তথ্য। এরপর মনের মিল হলেই পাত্রপাত্রীর পরিবার একে অপরের সঙ্গে দেখা করতে পারে। সেই দেখাশোনার সময় উপস্থিত থাকবে হামদামের উপদেষ্টারা। বিয়ের চার বছর পর্যন্ত হামদামের উপদেষ্টারা নজর রাখবেন বিবাহিত দম্পতির উপর। এই অ্যাপটি তৈরি করেছে তেবিয়ান কালচারাল ইনস্টিটিউট।

'ভালো তালিবান বলে কিছু হয় না', সত্য প্রকাশে ভারতের সাহায্য চায় আফগানিস্তান
ন্যাশানাল অর্গানাইজেশান ফর সিভিল রেজিস্ট্রেশনের পরিসংখ্যান অনুযায়ী, ইরানে ২০২০ সালের মার্চ এবং ডিসেম্বর মাসের মধ্যে ৩ লাখ ৭ হাজার ৩০০ বিয়ে হয়েছে এবং ৯৯ হাজার ডিভোর্সের মামলা নথিভুক্ত হয়েছে। ২০২০ সালে ইরানে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে ১.২৯ শতাংশ।

শুরু তালিবানি ফতোয়া, দাড়ি কাটা-মেয়েদের অবাধ বিচরণে নিষেধাজ্ঞা
জনসংখ্যা বৃদ্ধির জন্য আগেও একাধিক পদক্ষেপ নিয়েছিল ইরান প্রশাসন। পুরুষদের ভ্যাসেকটমি করানো হয়না ইরানে। যে সমস্ত নারীদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি রয়েছে তাঁদেরই দেওয়া হয় জন্ম নিরোধক। এবার হামদামের মাধ্যমে দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং বিবাহবিচ্ছেদের ঢালাও আবেদন রুখতে চায়ছে ইরান।

পরের খবর