অ্যাপশহর

ভারতের চন্দ্রযান ১-ই চাঁদে মাপছে জল

চাঁদের মাটিতে কোথায়-কোথায় জল রয়েছে, তার সন্ধান দিতে এই প্রথম একটি গ্লোবাল মানচিত্র তৈরি করতে চলেছেন বিজ্ঞানীরা।

EiSamay.Com 14 Sep 2017, 7:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চাঁদের মাটিতে কোথায়-কোথায় জল রয়েছে, তার সন্ধান দিতে এই প্রথম একটি গ্লোবাল মানচিত্র তৈরি করতে চলেছেন বিজ্ঞানীরা। নাসার চন্দ্র খনিজবিজ্ঞান 'ম্যাপার' থেকে এ সংক্রান্ত 'ক্যালিব্রেটেড ডেটা' সংগৃহীত হলেও, নেপথ্যে বড় ভূমিকা রয়েছে ভারতীয় চন্দ্রযান-১ মহাকাশযানের। চন্দ্রযান-১-এর পাঠানো তথ্যের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে চাঁদের জল-মানচিত্র।
EiSamay.Com indias chandrayaan 1 helps scientists map water on moon
ভারতের চন্দ্রযান ১-ই চাঁদে মাপছে জল


২০০৯ চাঁদের মাটি পরীক্ষা করে সন্ধান মিলেছিল হাইড্রক্সিলের। হাইড্রোজেন ও অক্সিজেনের একট করে পরমাণু নিয়ে গঠিত হাইড্রক্সিল। এই হাইড্রক্সিলের উপস্থিতিই চাঁদে জলের অস্তিত্ব নিয়ে আশাবাদী করে তুলেছিল বিজ্ঞানীদের। জার্নাল সায়েন্স অ্যাডভান্সেস-এ এ বিষয়ে বিশদ গবেষণা রিপোর্ট প্রকাশিতও হয়েছিল। সেসময়ের এই আবিষ্কারেই বিজ্ঞানীরা নিশ্চিত হন চন্দ্রপৃষ্ঠে জল রয়েছে। আরও যেটা দেখা যায়, দুই মেরুর কাছাকাছি জলের পরিমাণ তুলনায় বেশি।

ব্রাউন ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর রালফ মিলিকেন জানিয়েছেন, চন্দ্রপৃষ্ঠে কোথায়-কোথায় জল রয়েছে, তার একটা রোডম্যাপ তৈরির উদ্দেশ্য নিয়েই এগোচ্ছেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল