অ্যাপশহর

ভারতীয় ড্রোন গুলিতে নামিয়েছি, দাবি পাকিস্তানের

যদিও ভারতের রসিক উত্তর, 'ড্রোন নয়। এতো খেলনা।

EiSamay.Com 28 Oct 2017, 7:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের ড্রোন গুলি করে নামাল পাকিস্তান সেনা। পাকিস্তানের দাবি, 'Indian quadcopter' ড্রোনটি LoC-তে রাখ চিকরি সেক্টরে চরবৃত্তি করছিল। যদিও ভারতের রসিক উত্তর, 'ড্রোন নয়। এতো খেলনা।
EiSamay.Com indian quadcopter spying across loc shot down by pak army claims pakistan
ভারতীয় ড্রোন গুলিতে নামিয়েছি, দাবি পাকিস্তানের


পাকিস্তানের সেনার দাবি, ড্রোন প্রস্তুতকারী সংস্থা DJI-এর লোগো রয়েছে ড্রোনটিতে। তারা নিশ্চিত, এটা ভারতের স্পাই ড্রোন। তবে এর বেশি তারা আর কিছু জানাতে চায়নি। টুইটারে পাক মেজর জেনারেল আসিফ গফুরের কথায়, 'LoC-র উপর চরবৃত্তি চালাচ্ছিল ভারতের ড্রোনটি। আমরা ওটাকে গুলি করে নামিয়েছি।'

Indian quadcopter spying across LOC in Rakhchikri sector shot down by Pak Army shooters. Wreckage held. pic.twitter.com/g9FG7EghPS — Maj Gen Asif Ghafoor (@OfficialDGISPR) October 27, 2017

গফুরের টুইটের জবাবে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, 'ভারতের স্পাই ড্রোন! ধুস। এটা তো একটা খেলনা।'


I have one of these toys as well if you’d like to shoot it down to cement your next promotion please drop me a line I’ll have it sent across https://t.co/Z1vRKlBnD6 — Omar Abdullah (@OmarAbdullah) October 27, 2017
তবে এটাই প্রথম নয়। এর আগে গত বছর নভেম্বরেও পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের একটি স্পাই ড্রোন গুলি করে নামিয়েছে।

# The Pakistan Army said it had seized the wreckage of the 'Indian spy drone' but did not offer any more information.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল