অ্যাপশহর

অনার কিলিং? ব্রিটেনে ধর্ষণের পরে খুন ভারতীয় বংশোদ্ভূত তরুণী

ভিনদেশি নাগরিকের প্রেমে পড়ার খেসারত দিলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী। অপহরণের পরে ধর্ষণ ও শেষে খুন করা হল ব্রিটেন নিবাসী মেয়েটিকে।

Ei Samay 25 Jul 2017, 5:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভিনদেশি নাগরিকের প্রেমে পড়ার খেসারত দিলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণী। অপহরণের পরে ধর্ষণ ও শেষে খুন করা হল ব্রিটেন নিবাসী বছর উনিশের মেয়েটিকে।
EiSamay.Com indian origin muslim woman murdered in suspected honour killing in uk
অনার কিলিং? ব্রিটেনে ধর্ষণের পরে খুন ভারতীয় বংশোদ্ভূত তরুণী


মঙ্গলবার ব্রিটেনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ধর্ম বিশ্বাসে মিল থাকলেও সৌদি আরবের নাগরিকের সঙ্গে মেয়ের ঘনিষ্ঠতা মেনে নেয়নি ব্রিটেনের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত মুসলিম পরিবার। আদালতে দায়ের করা অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই বছর কুড়ির এক মহিলার সঙ্গে তরুণীকে অপহরণ করার পরে হাত-পা-মুখ বেঁধে দক্ষিণ-পশ্চিম লন্ডনের কিংস্টন-আপন-টেমস এলাকার এক গোপন ডেরায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই মহিলাকে ধর্ষণ করার হয়। গত বুধবার তরুণীকে কুপিয়ে হত্যা করা হয়। শুক্রবার দেহের ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে গলায় গভীর ক্ষত চিহ্নিত করা হয়েছে।

মৃতা তরুণী একজন উঠতি মেকআপ শিল্পী ছিলেন বলে জানা গিয়েছে। সম্প্রতি একটি সিনেমায় তিনি কাজ করেন। ঘটনায় মুজাহিদ আরশিদ (৩৩) ও ভিনসেন্ট টাপ্পু নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরশিদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, হত্যার চেষ্টা ও খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। টাপ্পুর বিরুদ্ধে দুই মহিলাকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ২১ অগস্ট ধার্য করা হয়েছে।

# A 19-year-old Indian-origin Muslim woman was kidnapped, raped and murdered in the UK in a suspected honour killing for dating an Arab Muslim.
# The deceased was allegedly kidnapped with another woman, taken to an address in Kingston-upon-Thames in south west London where they were raped and she was killed on Wednesday.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল