অ্যাপশহর

প্লেনে যুবতীকে যৌননিগ্রহ করে জেলে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

ব্রিটেনগামী বিমানে সুবেশা সুন্দরী যুবতীর পাশে বসে নিজেকে সংযত রাখতে পারেননি। ঘুমের ভাণ করে অসভ্যতা করার মাশুল চোকাতে হল ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যবসায়ীকে।

EiSamay.Com 29 Oct 2016, 12:25 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্রিটেনগামী বিমানে সুবেশা সুন্দরী যুবতীর পাশে বসে নিজেকে সংযত রাখতে পারেননি। ঘুমের ভাণ করে অসভ্যতা করার মাশুল চোকাতে হল ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যবসায়ীকে। শ্লীলতাহানির দায়ে দোষী সাব্যস্ত কাতারের ওই ব্যবসায়ীকে জেলে পাঠাল আদালত।
EiSamay.Com indian origin man jailed for sexually assaulting sleeping teen on uk flight
প্লেনে যুবতীকে যৌননিগ্রহ করে জেলে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী


ঘটনাটি ঘটে এ বছরের জুলাই মাসে। সুমন দাস নামে বছর ৪৬-এর ওই ব্যবসায়ী দোহা থেকে ম্যাঞ্চেস্টার যাচ্ছিলেন। তাঁর পাশের সিটে ছিলেন বছর আঠারোর এক যুবতী। ওই যুবতীর অভিযোগ, ওই ব্যক্তি তাঁর নারী অঙ্গে ইচ্ছাকৃত ভাবে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিমানটি ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে পৌঁছলে, যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ কাতারের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে।

অভিযুক্তকে ম্যাঞ্চেস্টারের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে, তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করতে থাকেন। আত্মপক্ষ সমর্থনে ওই ব্যক্তি বলেন, তিনি ইচ্ছাকৃত ভাবে ওই যুবতীর গায়ে হাত দেননি। ঘুমের ঘোরে দুর্ঘটনাবশত গায়ে হাত পড়ে।

শুনানির সময় যুবতী আদালতে জানান, এটা দুর্ঘটনা ছিল না। উনি ইচ্ছাকৃত ভাবেই এটা ঘটিয়েছেন। ওই ব্যবসায়ী জানতেন তিনি কী করতে চলেছেন। ঘুমনোর ভাণ করেছিলেন মাত্র। তার আগে আমি দেখেছি উনি বারবার আমার দিকে দেখছিলেন। আমি ঘুমিয়ে পড়েছি কি না, এটা দেখাই উদ্দেশ্য ছিল ওই ব্যক্তির।

দু-পক্ষের শুনানি শেষে গত বৃহস্পতিবার বিচারক ভারতীয় বংশোদ্ভূত কাতারের ওই ব্যবসায়ীকে ৫ মাসের কারাবাস দিয়েছেন। সেই সঙ্গে ১১৫ পাউন্ড আর্থিক জরিমানা করা হয়েছে। সাজার মেয়াদ শেষ হলে আরও একবছর তাঁকে পুলিশের নজরদারিতে থাকতে হবে। অর্থাত্‍‌ আগামী দেড় বছর তিনি কাতারে ফিরতে পারবেন না। ম্যাঞ্চেস্টারেই সাজা ভোগ করতে হবে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল