অ্যাপশহর

করোনায় Hate Crime! চিনা ভেবে ভারতীয় বংশোদ্ভূতকে মারধর ইজরায়েলে

সিংসন জানিয়েছেন যে তিনি দুই হামলাকারীকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে তিনি চিনা নন এবং তাঁর করোনাভাইরাস হয়নি। কিন্তু তাঁর কথা কেউই শুনতে রাজি হয়নি। আকৃতিগত সাদৃশ্য থাকায় ওই দুই ব্যক্তি প্রথমেই তাঁকে চিনা হিসেবে ধরে নেন।

EiSamay.Com 17 Mar 2020, 12:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্কে এবার ছড়িয়ে পড়ছে হেট ক্রাইমও। চিনের উহান থেকে এই অসুখ প্রথম ছড়িয়ে পড়ে বলে চিনাদের সম্পর্কে কিছু মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা একটি ঘটনায় স্পষ্ট হল। চিনা ভেবে ইজরায়েলে এক ভারতীয় বংশোদ্ভ‌ুতকে মারধর করা হল ইজরায়েলে।
EiSamay.Com Am-Shalem Singson
আম-সালেম সিংসন


গত শনিবার এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আদতে মণিপুরের বাসিন্দা আম-সালেম সিংসন পরিবার নিয়ে বছর তিনেক আগে ইজরায়েল চলে যান। সেখানেই নাগরিকত্ব নিয়ে নেন তিনি। সিংসন জানিয়েছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে 'চাইনিজ' বলে ডেকে মারধর শুরু করে। সঙ্গে তারা 'করোনা করোনা' বলে চিত্‍কার করছিল।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ বছরের ওই ব্যক্তি। সিসিটিভি ফুটেজ দেখে দুই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ইজরায়েলের টিবেরিয়াস শহরে এই ঘটনা ঘটে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল