অ্যাপশহর

আমেরিকায় ভারতী নাগরিকের ৫ বছরের জেল

জানা গিয়েছে, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে আইন ভেঙে ৪০০ বিদেশিকে আমেরিকায় ঢুকতে সাহায্য করেন যদবিন্দর সিং সান্ধু নামে ওই ব্যক্তি। বিদেশিদের ওই তালিকায় কয়েক জন ভারতীয়ও রয়েছেন।

EiSamay.Com 24 Apr 2019, 10:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চার'শো বিদেশিকে বেআইনি ভাবে সাহায্য করার অভিযোগে আমেরিকায় বসবাসরত এক ভারতীয় নাগরিকের পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
EiSamay.Com jails indian


জানা গিয়েছে, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে আইন ভেঙে ৪০০ বিদেশিকে আমেরিকায় ঢুকতে সাহায্য করেন যদবিন্দর সিং সান্ধু নামে ওই ব্যক্তি। বিদেশিদের ওই তালিকায় কয়েক জন ভারতীয়ও রয়েছেন। আছেন ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, পুয়ের্তো রিকোর নাগরিকও। ফলে, 'অভিবাসী' স্মাগলিংয়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

বছর ষাটেকের ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছিল। সূত্রের খবর, এর মধ্যে এক অভিবাসী মারাও গিয়েছেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল