অ্যাপশহর

নির্মম USA: এয়ারপোর্টে আটক ভারতীয়র হেফাজতেই মৃত্যু

১০ মে অ্যাটলান্টায় মার্কিনি কাস্টম আধিকারিকরা আটক করেন ৫৮ বছর বয়সী এক ভারতীয়কে।

EiSamay.Com 19 May 2017, 10:58 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ১০ মে অ্যাটলান্টায় মার্কিনি কাস্টম আধিকারিকরা আটক করেন ৫৮ বছর বয়সী এক ভারতীয়কে। তাঁদের দাবি সেই ব্যক্তির কাছে প্রয়োজনীয় অভিবাসন নথি ছিল না। তার জন্যেই গ্রেপ্তার করা হয় অতুল কুমার বাবুভাই পটেলকে। মঙ্গলবার পুলিশের হেফাজতে থাকাকালীনই অ্যাটলান্টা হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
EiSamay.Com indian detained at atlanta airport dies in custody
নির্মম USA: এয়ারপোর্টে আটক ভারতীয়র হেফাজতেই মৃত্যু



দু’দিন তাঁকে আটক করে রাখা হয়েছিল অ্যাটলান্টা সিটি ডিটেনশন সেন্টারে। শনিবার তাঁর চেকআপের সময়ে দেখা যায় রক্তচাপ বেড়ে গিয়েছে অনেকটা, সেইসঙ্গে রয়েছে শ্বাসকষ্টও। তাঁর ডায়াবিটিস ছিল বলেও জানানো হয়েছে।


ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্টের দেওয়া বিবৃতি অনুযায়ী ১০ মে ইক্যুয়েডর থেকে অ্যাটলান্টায় পৌঁছান অতুল কুমার। কিন্তু তাঁর কাছে প্রয়োজনীয় সব নথি না থাকায় তাঁকে দেশে ঢুকতে বাধা দেওয়া হয়। আইসিই-র তরফে জানানো হয়েছে আটক করা সব ব্যক্তির শরীরের উপর বিশেষ নজর দেওয়া হয়। তার মধ্যে এমন ঘটনা কী করে ঘটল সেই বিষয়ে তদন্ত করা হবে। ২০১৭ সালে এই নিয়ে ৭ জন মারা গেলেন আইসিই-র কাস্টডিতে থাকাকালীন।

খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন


# A 58-year-old Indian who was detained by American customs officials last week for not possessing necessary immigration documents while entering the country died in custody at an Atlanta hospital.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল