অ্যাপশহর

তিব্বত নিয়ে খেলতে গেলে জ্বলেপুড়ে মরবে ভারত: চিন

চিনের সরকারি সংবাদমাধ্যম সোমবার এ ভাবেই ভারতকে হুমকি দেওয়া হয়েছে।

EiSamay.Com 10 Jul 2017, 8:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সিকিম সেক্টরে সেনা মোতায়েন নিয়ে বেজিংয়ের উপর চাপ বাড়াতে ভারত যদি 'তিব্বত তাস' খেলার চেষ্টা করে, তাতে আখেরে লাভ কিছুই হবে না। উলটে ভারত নিজেই জ্বলেপুড়ে খাক হয়ে যাবে। চিনের সরকারি সংবাদমাধ্যম সোমবার এ ভাবেই ভারতকে হুমকি দেওয়া হয়েছে। লাদাখের একটি হ্রদের তিরে তিব্বতের পতাকা ওড়ার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
EiSamay.Com india will burn itself if it uses dalai lama card during standoff chinese media
তিব্বত নিয়ে খেলতে গেলে জ্বলেপুড়ে মরবে ভারত: চিন


লাদাখের এই হ্রদটিকেই দু-দেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বলে মনে করা হয়। চিনের গ্লোবাল টাইমস ট্যাবলয়েডের এক নিবন্ধে বলা হয়, উত্তর ভারতের তিব্বতীয় নির্বাসিত প্রশাসন এই প্রথম সেখানে পতাকা উড়িয়েছে। এর পরেই হুমকির সুরে বলা হয়, নয়াদিল্লি যদি নির্বাসিত তিব্বতীয়দের নিয়ে এ ধরনের রাজনীতি করার চেষ্টা করে, তা হলে ফল ভালো হবে না। ভারত নিজের গায়েই আগুন লাগাবে। কারণ, তিব্বত এবং সীমান্ত চিনের মূল আগ্রহের জায়গা। কোনওরকম উস্কানি বরদাস্ত করা হবে না।

এসেছে দলাই লামার প্রসঙ্গও।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল