অ্যাপশহর

বিজয় মালিয়াকে দেশে ফেরাতে রাজি নয় ইংল্যান্ডের এই গ্রাম

বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনতে লন্ডনের আদালতে শুনানি শুরু সোমবার। কিন্তু ইংল্যান্ডের টেউইন গ্রামের বাসিন্দারা তাঁকে ভারতে প্রত্যর্পণে নারাজ।

EiSamay.Com 4 Dec 2017, 11:21 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনতে লন্ডনের আদালতে শুনানি শুরু সোমবার। কিন্তু ইংল্যান্ডের টেউইন গ্রামের বাসিন্দারা তাঁকে ভারতে প্রত্যর্পণে নারাজ। দেশে তাঁর বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা কারচুপির অভিযোগ থাকলেও লিকার ব্যারল বিজয় মালিয়াকে রীতিমতো 'হিরো' মনে করে লন্ডন থেকে ৪৮ কিলোমিটার উত্তরের এই গ্রাম।
EiSamay.Com in this uk village people consider mallya an asset
বিজয় মালিয়াকে দেশে ফেরাতে রাজি নয় ইংল্যান্ডের এই গ্রাম


টেউইন গ্রামেই বর্তমানে বসবাস করছেন বিজয় মালিয়া। সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার আদালতে শুরু হচ্ছে তাঁকে দেশে প্রত্যপণের প্রক্রিয়া। তাঁর কিংফিশার এয়ারলাইনকে দাঁড় করাতে ১৭টি ব্যাঙ্ক থেকে মোট ৯০০০ কোটি টাকা ধার নিয়ে আর শোধ দেননি তিনি। কিন্তু মালিয়ার চার্ম ও ক্যারিশ্মায় মুগ্ধ টেউইন গ্রামের বাসিন্দারা। এখানকার জনসংখ্যা প্রায় ২০০০। প্রত্যেকের কাছেই বিজয় মালিয়া অত্যন্ত সম্মানীত একজন মানুষ। গ্রামের রোজ অ্যান্ড ক্রাউন পাবের বারম্যানের বক্তব্য, 'উনি এই গ্রামের সম্পদ। আমরা খুশি যে এরকম একজন মানুষ এখানে রয়েছেন। উনি ফর্মুলা ওয়ানের সঙ্গেও যুক্ত। আর এখানকার মানুষ কার রেসিং-এর প্রতি খুবই আগ্রহী।'

টেউইন গ্রামে ভারতের এই প্রাক্তন রাজ্যসভা সাংসদ, ৬১ বছরের বিজয় মালিয়া আস্ত একটা ক্রিসমাস ট্রি ডোনেট করেছেন, ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৩ লক্ষ টাকা। তার ফলেও টেউইন গ্রামে ছড়িয়েছে তাঁর প্রতি মুগ্ধতা। এখানকার মানুষের জানেন যে মালিয়ার বিরুদ্ধে মামলা চলছে। কিন্তু তাতেও তাঁদের মত যে বড় মানুষদের বিরুদ্ধে এরকম অনেক মামলা চলে। কোনও ভাবেই মালিয়াকে গ্রাম ছাড়তে দিতে রাজি নন তাঁরা।


খবরটি ইংরাজিতে পড়ুন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল