অ্যাপশহর

ইরানে আত্মঘাতী বোমারুও ছিল পাকিস্তানি: রিপোর্ট

শুধু ওই আত্মঘাতী বোমারুই নয়, হামলার মূলচক্রী জইশ-আল-আদলের আর এক সদস্যও পাকিস্তানি বলে দাবি করা হয়েছে। একবারে পুলওয়ামার কায়দায় রিভলিউশানারি গার্ডের বাসকে টার্গেট করে ইরান-পাক সীমান্তে গত সপ্তাহে এই হামলা হয়েছিল।

EiSamay.Com 19 Feb 2019, 11:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইরানের রিভলিউশানারি গার্ডের উপর হামলা চালানো আত্মঘাতী জঙ্গি ছিল পাকিস্তানের নাগরিক। মঙ্গলবার এমনটাই দাবি করলেন রিভলিউশানারি গার্ডের কম্যান্ডার। সম্প্রতি ইরানে ওই আত্মঘাতী হামলায় রিভলিউশানারি গার্ডের ২৭ জওয়ান নিহত হয়েছেন।
EiSamay.Com Iran


‘হামলার পালটা কিন্তু হামলাই’, সন্ত্রাস নিয়ে আলোচনার বার্তায় যুদ্ধের আশঙ্কা ইমরানের

শুধু ওই আত্মঘাতী বোমারুই নয়, হামলার মূলচক্রী জইশ-আল-আদলের আর এক সদস্যও পাকিস্তানি বলে দাবি করা হয়েছে।

কলকাতার কাশ্মীরিরা সম্পূর্ণ সুরক্ষিত, আশ্বস্ত করলেন নয়া নগরপাল

একবারে পুলওয়ামার কায়দায় রিভলিউশানারি গার্ডের বাসকে টার্গেট করে ইরান-পাক সীমান্তে গত সপ্তাহে এই হামলা হয়েছিল।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল