অ্যাপশহর

কোভিড চিকিত্‍সায় ফের অকৃতকার্য হাইড্রক্সিক্লোরোকুইন, দাবি গবেষণায়...

ভারতে যে সব কোভিড রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের চিকিত্‍সায় অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিনের সঙ্গে মিলিয়ে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মীদেরও একই ওষুধ দেওয়া হচ্ছে। জানুন বিস্তারিত...

EiSamay.Com 9 May 2020, 11:10 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা তুঙ্গে পৌঁছেছিল সারা বিশ্ব জুড়ে এই আশায় যে করোনা চিকিত্‍সায় উপকারী হবে এই ওষুধ। কিন্তু সেই আশা দীর্ঘস্থায়ী হল না। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে হাসপাতালে ভর্তি যে সব রোগীকে এই ওষুধ দেওয়া হয়েছে তাঁদের স্বাস্থ্যে কোনও উন্নতি হয়নি।
EiSamay.Com hydroxychloroquine fails another test as a Covid-19 treatment, says study published in New England Journal of Medicine
অকৃতকার্য হাইড্রক্সিক্লোরোকুইন


নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাপত্রে ডাক্তাররা দাবি করেছেন হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহারে ভেন্টিলেশনে থাকা রোগীদের স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি এবং তাঁদের মৃত্যুর সম্ভাবনাও কমেনি।

গবেষণায় দাবি করা হয়েছে এই ওষুধে যেমন কোনও উপকার হচ্ছে না, তেমনই কোনও ক্ষতিও হচ্ছে না। নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতাল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আরভিং মেডিকাল সেন্টারের ইমার্জেন্সিতে ভর্তি ১৩৭৬ জন কোভিড রোগীকে এই ওষুধ দেওয়া হয়েছিল, তবে লাভ হয়নি বলেই জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২ সপ্তাহ আগেই US Food and Drug Administration-এর তরফে সাধারণ মানুষকে সাবধান করে বলা হয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন ওষুধ প্রেসক্রিপশন অথবা ডাক্তারের নজরদারির বাইরে না খেতে, কারণ এর থেকে গুরুতর হার্ট রিদিম সমস্যা হচ্ছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল