অ্যাপশহর

নিউ ইয়র্কে নিলামে উঠতে চলেছে হায়দরাবাদের শেষ নিজামের গয়না!

নিজামের সম্ভারের ১৭৩টি গয়না বর্তমানে ভারত সরকারের কাছে রয়েছে। মাঝেমধ্যেই সেই সব অমূল্য গয়নার প্রদর্শনী আয়োজিত হয় দেশের বিভিন্ন প্রান্তে। এছাড়াও নিজাম পরিবারের সদস্যদের কাছে রয়েছে বহু না দেখা গয়না ও রত্নের সম্ভার।

EiSamay.Com 19 Jun 2019, 3:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আয়োজিত দু’মাস ব্যাপী নিজামের গয়নার প্রদর্শনী সম্প্রতি শেষ হয়েছে। আর তার পরেই আন্তর্জাতিক স্তরে বিখ্যাত নিলাম সংস্থা ক্রিস্টির তরফে ঘোষণা করা হয়েছে প্রায় ৪০০টি বিরল রত্ন ও গয়না নিলামে তোলা হবে। তাঁর সংগ্রহে এতরকমের দুর্মূল্য সব সম্পদ ছিল যে হায়দরাবাদের শেষ নিজাম খ্যাত ছিলেন ‘The Fabulous Mughal’ নামে। ১৯ জুন নিউ ইয়র্কে হবে এই নিলাম।
EiSamay.Com hyderabad’s last nizams’ famed jewels to go under hammer in ny by the famous auction house christie’s
হায়দরাবাদের শেষ নিজামের গয়না!


নিজামের সম্ভারের ১৭৩টি গয়না বর্তমানে ভারত সরকারের কাছে রয়েছে। মাঝেমধ্যেই সেই সব অমূল্য গয়নার প্রদর্শনী আয়োজিত হয় দেশের বিভিন্ন প্রান্তে। এছাড়াও নিজাম পরিবারের সদস্যদের কাছে রয়েছে বহু না দেখা গয়না ও রত্নের সম্ভার। কেউ কেউ তা বিক্রি করেছেন আর্ট কালেক্টর অথবা ব্যবসায়ীদের কাছে।

নিউ ইয়র্কের এই নিলামে তোলা হবে ১৯ শতকের বিব-আকারের একটি হিরে এবং পান্নার নেকলেস। এক্সপার্টদের মত, এই নেকলেস তাক লাগিয়ে দেবে উপস্থিত ব্যক্তিদের। এছাড়াও থাকবে rivière নেকলেস যাতে গোলকোন্ডা মাইনের ২০০ ক্যারেট হিরে বসানো আছে। নিলামে তোলা হবে দ্য মিরর অফ প্যারাডাইস হিরেটিকেও। ৫২.৫৮ ক্যারেট এই হিরেটির শেষবার অকশনে বিক্রি হয়েছিল ২০১৩ সালে। দাম উঠেছিল ১০.৯ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় বর্তমানে যার আনুমানিক মূল্য প্রায় ৭৬ কোটি ৩ লাখ ৬৪ হাজার টাকা।

শেষ নিজাম মীর ওসমান আলি খানের সব সন্তানদের মধ্যে এখনও বেঁচে রয়েছেন এক মেয়ে। পরিবারের অন্যান্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। তবে ক্রিস্টির হাতে কীভাবে এত গয়না পৌঁছাল সে বিষয়ে মুখ খুলতে চাননি কেউই।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল