অ্যাপশহর

বেরিয়ে যাও দেশ ছেড়ে, ভারতীয় খুন আমেরিকায়

গুলি চালানোর সময় চিত্কার করে লোকটা বলছিল , ‘আমার দেশ ছেড়ে বেরিয়ে যাও৷ চলে যাও এই দেশ থেকে৷’

EiSamay.Com 25 Feb 2017, 10:11 am
কানসাস: গুলি চালানোর সময় চিত্কার করে ওই মাঝবয়সি লোকটা বলছিল , ‘আমার দেশ ছেড়ে বেরিয়ে যাও৷ চলে যাও এই দেশ থেকে৷’ তার রিভলভারের গুলি ঝাঁঝরা করে দিল এক ভারতীয় ইঞ্জিনিয়ারকে
EiSamay.Com hyderabad engineer srinivas kuchibhotla shot dead in us
বেরিয়ে যাও দেশ ছেড়ে, ভারতীয় খুন আমেরিকায়


দীর্ঘ দিন ধরেই আমেরিকায় থাকেন হায়দরাবাদের বাসিন্দা শ্রীনিবাস কুচিভোটলা৷ উচ্চশিক্ষা থেকে চাকরি , সবই এখানে৷ জীবনের শেষটাও এল অতর্কিতে , এই দেশেই৷ বুধবার সন্ধেয় বন্ধুর সঙ্গে কানসাসের একটি পানশালায় গিয়েছিলেন বছর বত্রিশের এই তরুণ৷ সেখানেই হামলার শিকার হলেন তিনি৷ তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন তাঁর বন্ধু আর এক ভারতীয় ইঞ্জিনিয়ার আলোক মাদাসানি৷ স্থানীয় প্রশাসন এখনও এই হামলাকে ‘বর্ণবৈষম্য ’মূলক বলে স্বীকার করেনি৷ তবে পুলিশের বক্তব্য , তারা সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে৷ ইতিমধ্যেই গ্রেন্তার করা হয়েছে ৫১ বছরের ওই মার্কিন হামলাকারীকে৷

সে জানিয়েছে , ভারতীয়দের সে ‘মধ্যপ্রাচ্য ’র লোক বলে ভেবেছিল৷ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতে৷ টুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ ভারতীয় দূতাবাসের দুই আধিকারিককে যত দ্রুত সম্ভব কানসাসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিদেশমন্ত্রীর আশ্বাস , শ্রীনিবাসের দেহ ঘরে ফেরানোর সমস্ত ব্যবস্থা তাঁর দন্তর করবে৷ আশ্বাস আসছে৷ কিন্ত্ত , কাটছে না আকস্মিকতার ঘোর ! সহকর্মীরা বুঝে উঠতে পারছেন না , হাসি -খুশি এমন একটা ছেলে কার কী ক্ষতি করেছিল যে , তাঁকে এ ভাবে অসময়ে চলে যেতে হল ! রোজকার মতো বুধবারও অফিস গিয়েছিলেন শ্রীনিবাস৷ ‘গার্মিন ’ নামে একটি মার্কিন সংস্থার এভিয়েশন বিভাগে কাজ করতেন তিনি৷ থাকতেন কানসাসেই৷ তাঁর স্ত্রীও চাকরি করেন ওই এলাকাতে৷ শ্রীনিবাস এবং তাঁর স্ত্রী মাঝে মধ্যেই যেতেন স্থানীয় ওই পানশালায়৷ তবে , ঘটনার রাতে শ্রীনিবাসের সঙ্গে ছিলেন তাঁর ভারতীয় বন্ধু অলোক৷ যিনিও কিনা ‘গার্মিন ’-এরই ইঞ্জিনিয়ার৷ কিন্ত্ত , হঠাত্ কেন তাঁদের উপর হামলা ? গ্যারেট বোনেন নামে এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য , ‘ওই দিন একটু বেশিই মদ খেয়ে ফেলেছিল অ্যাডাম পিউরিনটন (হামলাকারী )৷

মাতলামি করছিল৷ যার জেরে শেষমেশ পানশালা কর্তৃপক্ষ তাকে ধাক্কা মেরে বের করে দেয়৷ ’ গ্যারেটের কথা অনুযায়ী , তাঁরা কেউই খেয়াল করেননি , কখন চুপিসাড়ে ওই ব্যক্তি ফের পানশালায় ঢুকে পড়ে ! বিষয়টি তখনই তাঁদের নজরে আসে যখন তাঁরা দেখেন , দুই ভারতীয় যুবকের দিকে রিভলভার তাক করে , অ্যাডাম বলছে , ‘বেরিয়ে যাও আমার দেশ থেকে৷ ’ বেশি কিছু বুঝে ওঠার আগেই শুরু গুলিবৃষ্টি ! ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্রীনিবাস৷ বন্ধুকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন বন্ধু অলোকও৷ এমনকী , এক মার্কিন নাগরিক হামলাকারীকে বাধা দিতে গেলে তাঁকে লক্ষ করেও বেশ কয়েক রাউন্ড গুলি চালায় আততায়ী৷ তিনিও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন ঘটনাস্থলে৷ এরপরই পালিয়ে যায় ওই ব্যক্তি৷

স্থানীয় পুলিশের বক্তব্য , এক সময় নৌবাহিনীতে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছে অ্যাডাম৷ পেশাদার পাইলট হিসেবে কিছুদিন বিমানও উড়িয়েছে৷ তবে , আপাতত সে কী করত কিংবা আদৌ কিছু করত কি না , তা জানা যায়নি৷ ঘটনার পর প্রায় ৭০ কিলোমিটার দূরের একটি পানশালায় গিয়ে লুকিয়ে পড়ে অ্যাডাম৷ সেখানকার কর্মীই খবর দেন পুলিশকে৷ পুলিশ গিয়ে তাকে গ্রেন্তার করে৷ ঘটনার পর মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের একাংশের তরফে দাবি তোলা হচ্ছে , হামলাকারীর বিরুদ্ধে বিদ্বেষমূলক খুনের ধারা প্রয়োগ করার৷ যাতে , কড়া বার্তা যায় অন্যদের দিকে৷ পুলিশ অবশ্য এখনও এই খুনকে ‘বিদ্বেষে ’র তকমা দেয়নি৷ এমন একটি ঘৃণ্য ঘটনার কড়া নিন্দা করেছে নয়াদিল্লির মার্কিন দূতাবাসও৷ তাদের বক্তব্য , ‘এটা দুর্ভাগ্যজনক৷ আমেরিকা শরণার্থীদের দেশ৷ পৃথিবীর সব দেশের মানুষই স্বাগত এখানে৷ ’ আর সেই কারণেই হয়তো শ্রীনিবাসের মৃত্যু যতটা দুঃখ দিয়েছে তাঁর ভারতীয় বন্ধুদের , ততটাই কষ্ট দিয়েছে তাঁর মার্কিন সহকর্মীদেরও৷ তাঁদের বক্তব্য , ‘জাতি -বর্ণ নির্বিশেষে এই ঘটনা আমাদের সবার উপরই প্রভাব ফেলেছে৷ ’ যে পানশালায় এই ঘটনা ঘটেছে তার মালিকের বক্তব্য , ৩০ বছরের জীবনে তিনি এমন ঘটনা দেখেননি৷ এরকম যে হতে পারে , তিনি কল্পনাও করতে পারেন না !

এই হামলায় অল্পের জন্য রক্ষা পান যিনি , সেই অলোকের কথায় , ‘এখন মরে গেলে বাচ্চাটার মুখ আর দেখে যেতে পারতাম না৷ ক’মাস পরেই তো আসছে ও৷ ’

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল