অ্যাপশহর

করোনার জেরে স্তব্ধ ইতালিতে আটকে শতাধিক ভারতীয় পডুয়া

দোকান-বাজার বন্ধ থাকায় খাবারের অভাবও দেখা দিয়েছে। নেই পর্যাপ্ত পরিমাণে মাস্কও। এই পরিস্থিতিতে আরও কতদিন সেখানে আটকে থাকতে হবে সেই বিষয়ে আশঙ্কায় দিন কাটছে এই ছাত্র-ছাত্রীদের।

EiSamay.Com 11 Mar 2020, 4:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্কে লকডাউনে প্রায় গোটা ইতালি। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতে সেখানে আটকে আতঙ্কে দিন কাটাচ্ছেন শতাধিক ভারতীয় ছাত্র-ছাত্রী।

ইতালিতে আটকে পড়া এই ভারতীয় পড়ুয়াদের বেশিরভাগই অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বাসিন্দা বলে জানা গিয়েছে। ইতালির পাডোভা, রিমিনি, মোদেনা, মিলানে আটকে আছেন এই ছাত্র-ছাত্রীরা। এই সবকটি শহরকেই করোনাভাইরাসের রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বাড়ি থেকে বেরনো, বাজার বা অন্য কোথাও যাওয়ার ওপর কড়াকড়ি আরোপ করেছে সে দেশের সরকার। এই পরিস্থিতিতে ভারত সরকার উদ্যোগী হয়ে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাক বলে আর্জি এই ছাত্র-ছাত্রীদের।

বদ্রীনাথ গেল্লা নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্র টেলিফোন জানান যে ভারতীয় পড়ুয়াদের মধ্যে কারোরই করোনাভাইরাসের উপসর্গ নেই। সেই কারণে ইতালি সরকার তাদের ফিট সার্টিফিকেট দিচ্ছে না। আর ফিট সার্টিফিকেট ছাড়া এদের দেশে ফিরিয়ে নিতে নারাজ ভারত সরকারও।

খবরটি ইংরেজিতে পড়ুন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল