অ্যাপশহর

তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভাঙল চিনের করোনা-সেন্টার, ধসে আটকে ৭০

বিপদের মধ্যে বিপদ! যম যেন নাছো়ড়বান্দা। করোনার হাত থেকে বাঁচতে চিকিত্‍‌সা চলছিল কোয়ারেন্টাইন সেন্টারে। পাঁচতলা একটি হোটেলকে অস্থায়ী করোনা-সেন্টার বানিয়ে, সেখানে রাখা হয়েছিল প্রাণঘাতী ভাইরাসে আক্রন্তদের। কিন্তু, দুর্ভাগ্য এমনই, সেটিও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে!

EiSamay.Com 7 Mar 2020, 10:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চিনের ফুজিয়ান প্রদেশের কোয়ানজু শহরের এক হোটেলে শনিবার ধস নামায়, কমপক্ষে ৭০ জন আটকা পড়েছেন। ভেঙে-পড়া পাঁচতলা ওই হোটেলটিকে অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। করোনাভাইরাসে আক্রান্তদের সেখানে রেখে চিকিত্‍‌সার বন্দোবস্ত করা হয়েছিল। জানা গিয়েছে, হোটেলটিতে ৮০টি ঘর ছিল। সবক'টিই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
EiSamay.Com patient-coronavirus-e5e61fd348836e9b1abc9293f9a9714d766695fa-s800-c85


রাষ্ট্রায়ত্ত চিনা দৈনিকের খবর অনুযায়ী, হোটেলের ধ্বংসস্তূপ সরিয়ে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটকে রয়েছেন আরও অন্তত ৭০ জন। জোরকদমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সময় শনিবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ কোয়ানজু শহরের ওই হোটেলটি ভেঙে পড়ে। শেষ পাওয়া খবর পর্যন্ত উদ্ধারকাজ এখনও চলছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনে করোনাভাইরাসের সংক্রমণের পর কোয়ানজু শহরের শিনজিয়া এক্সপ্রেস হোটেলটিকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়। করোনাভাইরাসে আক্রান্তদের ওই সেই সেন্টারে রেখে চিকিৎসার ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন।

প্রাণঘাতী এই ভাইরাসে শুধুমাত্র চিনের মূল ভূখণ্ডেই এ পর্যন্ত আক্রান্ত ৮০ হাজার ৬৫১ জন। মারা গিয়েছেন ৩ হাজার ৭০ জন। চিনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। তবে, চিনের পর করোনা-মৃত্যুতে এগিয়ে ইতালি। প্রতি ঘণ্টায় সেখানে ২৫ জন করোনায় আক্রান্ত হচ্ছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৬ হাজার ৭৬৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৪৪ জন। সেখানে ইতালিতে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। আক্রান্ত ৪ হাজার ৬৩৬ জন।

ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৪৭। মৃত্যু হয়েছে ১২৪ জনের। এ ছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন, সিঙ্গাপুর, কুয়েত, বাহারিন, ব্রিটেন, মালয়েশিয়া, কানাডা, সুইত্‍‌জারল্যান্ড-সহ ৯০টিরও বেশি দেশ করোনায় আক্রান্ত।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল