অ্যাপশহর

সন্ত্রাসবাদী হামলার মুখে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে ঘটে গেল হেলিকপ্টার হামলা।

EiSamay.Com 28 Jun 2017, 11:09 am
এই সময় ডিজিটাল ডেস্ক: স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে ঘটে গেল হেলিকপ্টার হামলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলেই চিহ্নিত করলেন।
EiSamay.Com helicopter attacks venezuelan supreme court
সন্ত্রাসবাদী হামলার মুখে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট


৫৪ বছর বয়সী এই সমাজতান্ত্রিক নেতা জানিয়েছেন, সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয় হেলিকপ্টার থেকে। পরে কিছু গ্রেনেডও ছোঁড়া হয় শীর্ষ আদালতকে লক্ষ্য করে। তবে সেই গ্রেনেড ফেটে বিস্ফোরণ ঘটেনি। কারাকাসে সুপ্রিম কোর্টের আসপাশেই রয়েছে প্রেসিডেন্টের বাসভবন এবং অন্যান্য সরকারি দপ্তর।

এই হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘খুব তাড়াতাড়ি আমরা হেলিকপ্টারটির খোঁজ পেয়ে যাব। আর তখনই বোঝা যাবে এই সন্ত্রাসবাদী হামলার পিছনে কোন গোষ্ঠীর হাত আছে। সেই সময়ে সুপ্রিম কোর্টে অনেকে উপস্থিত ছিলেন। বহু মানুষের মৃত্যু হতে পারত।’

# Police helicopter had attacked the Supreme Court, said President Nicolas Maduro

# The helicopter had also flown over the Interior Ministry, he said

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল