অ্যাপশহর

ইরাকের মোসুলে একই পরিবারের পাঁচ জনকে গুলি করে মারল বন্দুকবাজরা

পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের পিছনে ইসলামিক স্টেটের জঙ্গিরা রয়েছে। ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রক জানাচ্ছে, বুধবার গভীর রাতে মোসুলে হাম্মাম আল-আলিল অঞ্চলের গ্রাম কমিটির তত্ত্বাবধায়কের বাড়িতে হানা দিয়েছিল জঙ্গিরা।

EiSamay.Com 10 May 2019, 12:53 am
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর ইরাকের মোসুল শহরে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হাতে নিহত হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। বাড়িতে ঢুকে ওই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়। পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের পিছনে ইসলামিক স্টেটের জঙ্গিরা রয়েছে। ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রক জানাচ্ছে, বুধবার গভীর রাতে মোসুলে হাম্মাম আল-আলিল অঞ্চলের গ্রাম কমিটির তত্ত্বাবধায়কের বাড়িতে হানা দিয়েছিল জঙ্গিরা। তাঁর পরিবারের পাঁচ সদস্যক খুন করা হয়েছে। নিহতদের মধ্যে গ্রাম কমিটির ওই তত্ত্বাবধায়ক ছাড়াও রয়েছেন তাঁর দুই ছেলে, এক ভাইপো ও মা। গুরুতর জখম পরিবারের আরও দুই সদস্য। সরকারি ভাবে আইসিসের কথা বলা হলেও, এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে, যে অঞ্চলে এই ঘটনা, সেখানে আইসিস অতি সক্রিয়।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল