অ্যাপশহর

কাবুলে সন্ত্রাসবাদী হামলা, বেশ কয়েকজনের মৃত্যু আশঙ্কা

সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শিয়া সম্প্রদায়ের একটি মসজিদের বাইরে শুক্রবার আত্মঘাতী হামলা চালায় দুই সন্ত্রাসবাদী।

EiSamay.Com 25 Aug 2017, 5:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শিয়া সম্প্রদায়ের একটি মসজিদের বাইরে শুক্রবার আত্মঘাতী হামলা চালায় দুই সন্ত্রাসবাদী। বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে খবর রয়টার্সের। তবে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।
EiSamay.Com gunmen attack mosque in afghan capital
কাবুলে সন্ত্রাসবাদী হামলা, বেশ কয়েকজনের মৃত্যু আশঙ্কা


প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মসজিদের গেটে বাইরে একজন হামলাকারী গ্রেনেড ফাটিয়ে প্রথমে নিজেকে উড়িয়ে দেয়। তারপর অন্য এক বন্দুকধারী মসজিদের ভেতরে ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই হামলার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নাজোব দানিশ।

এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন। তবে এর আগেও আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের মসজিদে হামলা চালিয়েছিল ইসলামিক স্টেট। তাই এবারের হামলার পেছনেও তাদের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।


খবরটি ইংরাজিতে পড়ুন।


# A suicide bomber detonated himself at the gate of a Shi'ite Muslim mosque in the Afghan capital as worshippers gathered for Friday prayers while another attacker went inside, police said.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল