অ্যাপশহর

আসছে গুগল শিক্ষক! বাচ্চারা পাঠ পাবে ভুয়ো খবর চিহ্নিত করার

একই ক্যাম্পেনে যোগ করা হল নতুন এক দিক। জোর দেওয়া হবে প্রচারমাধ্যম সম্পর্কে সচেতনতায়। Net Safety Collaborative-এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে নয়া মডিউল। জানুন আরও তথ্য...

EiSamay.Com 25 Jun 2019, 1:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কয়েক বছর আগে গুগল নিয়ে এসেছিল তাদের Be Internet Awesome প্রশিক্ষণ যেখানে শিক্ষকদের বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল কীভাবে বাচ্চাদের অনলাইন নিরাপত্তা সম্পর্কে সচেতন করা যায় তা নিয়ে। এবছর ফের একবার নয়া চমক নিয়ে হাজির গুগল সংস্থা।
EiSamay.Com google’s new curriculum will  teach kids how to detect disinformation and fake urls, to be more responsible
আসছে গুগল শিক্ষক!


ওই একই ক্যাম্পেনে যোগ করা হল নতুন এক দিক। এবার জোর দেওয়া হবে প্রচারমাধ্যম সম্পর্কে সচেতনতায়। Net Safety Collaborative-এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে নয়া মডিউল। খেলার ছলে বাচ্চাদের শেখানো হবে কীভাবে ভুল তথ্য, ভুয়ো URL কিংবা ভ্রান্তিমূলক শিরোনাম তারা চিহ্নিত করতে পারবে।


Don't Fall for Fake অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাদের ক্রিটিকাল থিংকিং ক্ষমতা বাড়ানোতে জোর দেওয়া হবে। তারা বুঝতে শিখবে সত্যি এবং মিথ্যে খবরের পার্থক্য। থাকছে Share with Care অ্যাক্টিভিটি যেখানে বাচ্চাদের শেখানো হবে কোনও খবর বা তথ্য অনলাইনে শেয়ার করার আগে কতটা সাবধাণতা অবলম্বন করা উচিত।

নতুন পাঠ্য়ক্রমের পাশাপাশি ভারতে YMCA-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গুগল। পরিবার যাতে বাচ্চাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া, সাইবারবুলিয়িং এবং ভুয়ো তথ্য নিয়ে আলোচনা করতে পারে তারই সুযোগ-সুবেধে দেওয়া হবে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল