অ্যাপশহর

এ বছর এপ্রিল ফুল দিবসে 'না' গুগলের

করোনার গ্রাসে গোটা বিশ্ব। সামনেই এপ্রিল ফুল দিবস। তবে সেই দিনটিতে মজা করার মানসিকতা কারোর নেই। এই কঠিন পরিস্থিতিতে মানুষের কষ্টের পাশের থাকতে এক নতুন সিদ্ধান্ত নিল গুগল। জানুন বিস্তারিত...

EiSamay.Com 28 Mar 2020, 2:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০০৪ সাল থেকে প্রতিবছরই সারা বিশ্বজুড়ে নানারকম জোকস, মজার ভিডিয়ো, ওয়েবসাইট ও ভুয়ো প্রোডাক্ট লঞ্চ করে মানুষের সঙ্গে মজা করার একটা চল রয়েছে। ২০০৪ সালের পয়লা এপ্রিলে জিমেইলে ১ জিবি স্টোরেজ স্পেস দেওয়া হবে বলে একটি ঘোষণা করে গুগুল। সেটা আদতে ছিল একটি এপ্রিল ফুল। সেই থেকে ১৬ বছর ধরে চলছে এপ্রিল ফুল পালন করে আসছে গুগলের অন্যতম বিজনেস ইনসাইডার। তবে সারা বিশ্বজুড়ে যে করোনার থাবা বসেছে, তাতে এপ্রিল ফুলে প্ল্যান বাতিল করার সিদ্ধান্ত নিল এই সংস্থা।
EiSamay.Com google
প্রতীকী ছবি


জানানো হয়েছে, এ বছর, করোনা ভাইরাসের যোদ্ধাদের স্মরণ রেখেই এপ্রিল ফুলের দিনে কোনও পোস্ট বা জোকস দেওয়া হবে না। আমাদের এখন সকলের লক্ষ্য, এই কঠিন সময়ে মানুষের পাশে থাকার। আমরা পরের বছর এপ্রিল ফুল দিনটি ভালোভালে পালন করব। আমরা ইতোমধ্যেই এ্রপ্রিল ফুলের সমস্ক প্রজেক্ট বন্ধ করে দিয়েছি। শুধু সংস্থারই নয়, এই প্রজেক্টের সঙ্গে জড়িত সমস্ত টিম অন্তর্বর্তী ও বহির্গতভাবে কোনও এপ্রিল ফুল প্ল্যানের সঙ্গে সামিল হবেন না।

যদি সম্ভব হয়, ২০১৯ সালে এপ্রিল ফুলের জোকস দিয়ে আপনজনের সঙ্গে খেলতে পারেন, তবে এ বছরের জন্য আর কোনও মজা নয়।

পরের খবর