অ্যাপশহর

এবার HACKED গুগল CEO পিচাইয়ের কোরা অ্যাকাউন্ট!

তদন্তে জানা যায়, তিন সদস্যের একটি হ্যাকার গোষ্ঠীই হ্যাক করেছে সুন্দর পিচাইয়ের অ্যাকাউন্ট।

EiSamay.Com 27 Jun 2016, 8:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের পর এবার হ্যাকারদের নিশানায় গুগল সিইও সুন্দর পিচাই। সুন্দর পিচাইয়ের কোরা অ্যাকাউন্টড হ্যাক করল আওয়ারমাইন নামে একটি হ্যাকার গোষ্ঠী। এই গোষ্ঠীটিই কয়েক মাস আগে মার্ক জুকারবার্গের টুইটার ও পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাক করেছিল।
EiSamay.Com google ceo sundar pichais quora account hacked
এবার HACKED গুগল CEO পিচাইয়ের কোরা অ্যাকাউন্ট!


সোমবার হঠাত্‍‌ই দেখা যায় গুগল সিইও-র কোরা অ্যাকাউন্টে কয়েকটি আপত্তিজনক পোস্ট। তদন্তে জানা যায়, তিন সদস্যের একটি হ্যাকার গোষ্ঠীই হ্যাক করেছে সুন্দর পিচাইয়ের অ্যাকাউন্ট। সুন্দর পিচাইয়ের কোরা অ্যাকাউন্টের সঙ্গে তাঁর টুইটার অ্যাকাউন্ট লিঙ্কড থাকায় পিচাইয়ের ৫ লক্ষ ৮ হাজার টুইটার ফলোয়ারের অ্যাকাউন্টও হ্যাকড হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আওয়ারমাইন নামে ওই তিন সদস্যের হ্যাকার গোষ্ঠী রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গুগল সিইও-র কোরা অ্যাকাউন্টে লেখে, 'এটা আওয়ারমাইন। আমরা জাস্ট তোমার সিকিউরিটি টেস্ট করছিলাম। দয়া করে আপগ্রেডের জন্য ভিজিট করুন আওয়ারমাইন।'

হ্যাকার গোষ্ঠী আওয়ারমাইন-এর আরও হুঁশিয়ারি, সব সেলেব্রিটি অ্যাকাউন্টই হ্যাক করব। শুধু সিকিউরিটি টেস্টের জন্য। তাদের দাবি, 'আমরা স্রেফ সিকিউরিটি টেস্ট করছি। আমরা কখনওই পাসওয়ার্ড পরিবর্তন করব না। আমরা এটা করছি, কারণ অন্য হ্যাকাররা হ্যাক করতে পারে। সব কিছু পরিবর্তন করে দিতে পারে।'

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল