অ্যাপশহর

জুকেরবার্গের পর ট্রাম্পের সমালোচনায় Google সিইও

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের পর এ বার মার্কিন রাষ্ট্রপতি জোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করলেন গুগলের সিইও সুন্দর পিচাই।

EiSamay.Com 28 Jan 2017, 10:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের পর এ বার মার্কিন রাষ্ট্রপতি জোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করলেন গুগলের সিইও সুন্দর পিচাই। ৭টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ব্যান করার প্রসঙ্গে পিচাই জানান, এই সিদ্ধান্তে প্রচুর প্রতিভা সুযোগ থেকে বঞ্চিত হবে।
EiSamay.Com google ceo slams donald trumps immigration order
জুকেরবার্গের পর ট্রাম্পের সমালোচনায় Google সিইও


একটি মেইল লিখে তিনি গুগলের সমস্ত কর্মীদের জানান, এই সিদ্ধান্তের ফলে অন্তত ১৮৭ জন গুগল কর্মী প্রভাবিত হবেন। মেইলে তিনি লেখেন, “আমরা এই সিদ্ধান্তে অত্যন্ত দুঃখিত। এ ফলে আমাদের সংস্থার অন্তত ১৮৭ জন কর্মী এবং তাঁদের পরিবার প্রভাবিত হবেন। শুধু তাই নয় এর ফলে অনেক প্রতিভা সুযোগ হারাবেন।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার একটি নির্দেশনামায় জানিয়ছেন, ৭টি মুসলিম প্রধান দেশের নারিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হল। তার সঙ্গে সিরিয়া থেকে উদ্বাস্তুদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী কোনও নির্দেশ ছাড়া এই সিদ্ধান্ত বহাল থাকবে। ৭টি দেশের মধ্যে রয়েছে, ইরাক, ইরান, সিরিয়া, সুদান, লিবিয়া, ইয়েমেন এবং সোমালিয়া। শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্তে অনেকেই অবাক হচ্ছেন। যদিও নির্বাচনী প্রচারে এ কথা বার বার বলেছিলেন ট্রাম্প। যদি ক্ষমতায় আসেন তবে মুসলিমদের আেমরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবেন। তার সঙ্গে মেক্সিকো সীমান্তে পাচিল তোলার কথাও বলেন।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল