অ্যাপশহর

‘হয় ধর্ম ছাড়ো, নয়তো শাস্তি ভোগ করো’ নিদান কমিউনিস্ট পার্টির

কমিউনিস্ট পার্টিতে থেকে কোনও ধর্ম মানলে পেতে হবে কড়া শাস্তি। এমনই ঘোষণা করল চিনের কমিউনিস্ট পার্টি।

EiSamay.Com 19 Jul 2017, 12:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কমিউনিস্ট পার্টিতে থেকে কোনও ধর্ম মানলে পেতে হবে কড়া শাস্তি। এমনই ঘোষণা করল চিনের কমিউনিস্ট পার্টি। জানিয়ে দিল দলে থাকতে হলে বিসর্জন দিতে হবে ধর্মকে। হতে হবে কট্টর মার্কসবাদী নাস্তিক। এই খবর প্রকাশিত হয়েছে গ্লোবাল টাইমস-এ। চিনের কমিউনিস্ট পার্টি সরকারিভাবেই নাস্তিক। তবে চিনের সংবিধান এ দেশের নাগরিকদের ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা দিয়েছে।
EiSamay.Com give up religion or face punishment says chinas communist party
‘হয় ধর্ম ছাড়ো, নয়তো শাস্তি ভোগ করো’ নিদান কমিউনিস্ট পার্টির



সম্প্রতি দলের যে পত্রিকা প্রকাশিত হয়েছে তাতে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর রিলিজিয়াস আফেয়ার্সের ডিরেক্টর ওয়াং জুয়ান জানিয়েছেন, ‘কোনও দলীয় কর্মী কোনও রকম ধর্ম মেনে চলতে পারবেন না। এই নিয়ম দলের প্রত্যেকের জন্যেই প্রযোজ্য এবং অবশ্যই বাধ্যতামূলক।’


ওয়াং জানিয়েছেন দলীয় কর্মীরা সংস্কৃতি বা অর্থনীতির দোহাই দিয়েও কোনও রকম ধর্মীয় কাজে যুক্ত থাকতে পারবেন না। অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে দলের সব নিয়ম।

খবরটি ইংরেজিতে পড়তে click করুন

# The Chinese Communist Party is officially atheist

# It forbids its 90 million members from holding religious beliefs

# However China's constitution explicitly allows "freedom of religious belief"

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল