অ্যাপশহর

ISIS হানার আশঙ্কা, জার্মানি জুড়ে তল্লাশি

ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ।

EiSamay.Com 25 Oct 2016, 5:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের হামলা চালাতে পারে ISIS। এই আশঙ্কায় বিভিন্ন জায়গাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করল জার্মান পুলিশ। মোট ১৩টি জায়গায় তল্লাশি চালিয়েছেন পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা।
EiSamay.Com germany police raid 13 locations in response to isis terror thread
ISIS হানার আশঙ্কা, জার্মানি জুড়ে তল্লাশি


সম্প্রতি গোয়েন্দা সূত্রে খবর মেলে, ফের হামলা চালাতে পারে ISIS। ২৮ বছরের চেচনিয়ার এক ISIS জঙ্গির নেতৃত্বে এই হামলা হবে বলে আশঙ্কা গোয়েন্দাদের। ওই জঙ্গির সঙ্গে আরও ১০ পুরুষ ও মহিলা জঙ্গিও রয়েছে। আর এদের খোঁজেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। তারা ISIS-কে অর্থ সাহায্য করত বলে অভিযোগ। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এখনও পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে, এরা প্রত্যেকেই শরণার্থী হিসেবে জার্মানিতে আসে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল