অ্যাপশহর

নাইজেরিয়ায় গ্যাস প্ল্যান্টে তীব্র বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৭

নাইজেরিয়ায় গ্যাস প্ল্যান্টে জোরালো বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক জড়ো করে রাখা গ্যাস সিলিন্ডারে ধাক্কা মারলে, বিস্ফোরণ ঘটে।

EiSamay.Com 17 Mar 2020, 1:07 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ার একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে তীব্র বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই প্ল্যান্টের আশপাশের ৫০টিরও বেশি ভবন।
EiSamay.Com Gas explotion


সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার লাগোসের আবুলে আদো এলাকার পাইপলাইনের কাছে একটি প্ল্যান্টে জড়ো করে রাখা কিছু সিলিন্ডারে একটি ট্রাক ধাক্কা দিলে, বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে আশপাশের বেশ কয়েক'টি বাড়ি ধসে পড়ে। নাইজেরিয়ার ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন, এনএনপিসি'র পাইপলাইনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

করোনা শুধু 'মৃত্যু' নয়, চিনে ডিভোর্সেরও কারণ!

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানাচ্ছে, বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে প্ল্যান্টের আশপাশের ৫০টিরও বেশি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই মারা গিয়েছেন ১৫ জন। পরে হাসপাতালে চিকিত্‍‌সাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

নাসার ইতিহাসে এই প্রথম, করোনা-আতঙ্কে ঘরে বসে কাজ করবেন কর্মীরা

আফ্রিকার সবচেয়ে বেশি অপরিশোধিত তেল উৎপাদক দেশ নাইজেরিয়ার বিভিন্ন পাইপলাইনে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত, তেল চুরি করতে গিয়েই অধিকাংশ ক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল