অ্যাপশহর

বৈঠকে ‘না’, তবে BRICS-এ মোদীর সামনে ভারতের প্রশংসা জিনপিংয়ের

জার্মানির হ্যামবুর্গে G20 গোষ্ঠীর দেশগুলির শীর্ষ সম্মেলনের ফাঁকেই আজ BRICS-এর বৈঠক শুরু হয়েছে।

EiSamay.Com 7 Jul 2017, 4:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ডোকা লা-য় দু’দেশের সামরিক উত্তেজনার মধ্যে হামবুর্গে মোদী-জিনপিং বৈঠক সম্ভব নয়। বৃহস্পতিবারই চিনা বিদেশ মন্ত্রকের তরফে আগবাড়িয়ে এই বিবৃতি দেওয়া হয়। আর এর ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের প্রশংসা শোনা গেল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গলায়।
EiSamay.Com g20 summit chinese president xi jinping appreciates indias success
বৈঠকে ‘না’, তবে BRICS-এ মোদীর সামনে ভারতের প্রশংসা জিনপিংয়ের


জার্মানির হামবুর্গে G20 গোষ্ঠীর দেশগুলির শীর্ষ সম্মেলনের ফাঁকেই আজ BRICS-এর বৈঠক শুরু হয়েছে। BRICS-এর সদস্য ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং চিন। গোল টেবিল বৈঠকে মুখোমুখিই বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।


BRICS সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য, ট্যুইটার

এদিকে, বৈঠক চলাকালীনই ভারতের ভূয়সী প্রশংসা করেন চিনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ভারতের অর্থনৈতিক উন্নতি অত্যন্ত প্রশংসনীয়। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের আরও সাফল্য কামনা করি।’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ও ভূমিকারও প্রশংসা করেন জিনপিং। ২০১৬ সালে গোয়ায় BRICS সামিটের প্রস্তাবিত কর্মসূচি রূপায়ণেও ভারতের নেতৃত্বের প্রশংসা করেন তিনি। যদিও প্রধানমন্ত্রী মোদী নিজের বক্তব্যে চিন নিয়ে কোনও মন্তব্য করেননি।

ভারত, চিন ও ভুটান সীমান্তে অবস্থিত ডোকা লা এলাকায় চিনা আর্মির প্রবেশ নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়। চিনের তরফে ওই এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল বলেও অভিযোগ দিল্লির। যৌথভাবে বেজিংয়ের এই উদ্যোগে বাধা দেয় দিল্লি ও থিম্পু। এরপর থেকেই ওই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। দু’দেশই এলাকায় সেনা উপস্থিতি বাড়িয়েছে।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল