অ্যাপশহর

টাকা ভর্তি হেলিকপ্টার-গাড়ি নিয়ে দেশ ছাড়েন আশরফ ঘানি! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে দেশ ছাড়েন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি! কাবুলে রাশিয়ার দূতাবাসের এক আধিকারিক সংবাদ সংস্থার কাছে এই দাবি করেছে।

EiSamay.Com 16 Aug 2021, 7:12 pm

হাইলাইটস

  • তালিবান কাবুলে প্রবেশ করতেই দেশ ছেড়েছেন আশরফ ঘানি
  • চারটি গাড়ি ও হেলিকপ্টার বোঝাই করে টাকা নিয়ে আফগানিস্তান ছেড়ে পালান ঘানি
  • ঘানির এইভাবে দেশত্যাগে এমনিতেই ক্ষোভে ফুঁসছে আফগানরা
EiSamay.Com Ashraf Ghani
ফাইল ফটো
এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার কাবুলে পতন হয়েছে ঘানি সরকারের। তালিবান কাবুলে প্রবেশ করতেই দেশ ছেড়েছেনআশরফ ঘানি। প্রথমে আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম জানায় তাজিকিস্তানে গিয়ে আশ্রয় নেন ঘানি। সোমবার সকালে সেই দেশ ত্যাগ করেছেন তিনি।
এরই মধ্যে সংবাদ সংস্থা সূত্রে রিপোর্ট মোতাবেক, কাবুলের রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছে, চারটি গাড়ি ও একটি হেলিকপ্টারে করে অনেক টাকা নিয়ে দেশ ছেড়েছেন ঘানি। এমনকি কিছু টাকা না ধরায় কিছু টাকা ঘানি ফেলে রেখে যেতেও বাধ্য হন বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, ঘানি রবিবারে তাজিকিস্তানে আশ্রয় নিলেও ওই দেশের সংবামাধ্যম জানিয়েছে, কোনওভাবেই রাজনীতিককে দেশে রাখা হবে না। নিরাপত্তার খাতিরে তাঁর গতিবিধির বিস্তারিত তথ্য সামনে আনা হয়নি। তবে সূত্রের দাবি মোতাবেক, তিনি ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, তিনি খুব শীঘ্রই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আপাতত সেখানেই থাকবেন।

ভেঙে পড়ল আফগান সেনার সামরিক বিমান
ঘানির এইভাবে দেশত্যাগে এমনিতেই ক্ষোভে ফুঁসছে আফগানরা। তাঁকে দেশদ্রোহী আখ্যা দিয়েছেন অনেকেই। ২০ বছর পর তালিবান ফের ক্ষমতায় আসার জন্য ঘানির অদূরদর্শিতা দায়ী, এমনটাই মনে করছে আফগান মুলুকের সাধারণ মানুষ। ফলে কাবুলে ফেরার জো যে আর নেই নেতার সেটা স্পষ্ট।

অন্যদিকে দেশত্যাগের পর ঘানি জানান, রক্তপাত এড়াতে বেরিয়ে আসাই ভালো মনে হয়েছিল। রক্তক্ষয় রুখতেই তিনি ইস্তফা দেন বলে দাবি করেছেন। যদিও তাঁর সেই দাবি মানতে নারাজ তালিবানেরা।

প্লেনের চাকায় বেঁধে কাবুল ছেড়ে পালানোর মরিয়া চেষ্টা, পড়ে মৃত ২
অন্যদিকে সোমবার ভোরবেলায় নিজের উপস্থিতি জানান দেন সদ্য প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হওয়া আমরুল্লাহ সালেহ। তিনি টুইট করে বলেন, ‘আমি নিজের দেশের মাটিতেই রয়েছি। দেশের মানুষের সঙ্গে। এর পিছনে সুনির্দিষ্ট কারণ এবং লক্ষ্য রয়েছে। আমি বিশ্বাস করি ন্যায়বিচার হবে। পাকিস্তানি সমর্থন নিয়ে আমাদের দেশে ঢুকে পড়া কট্টরপন্থীদের বিরোধিতা করে যাব’।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল