অ্যাপশহর

ভয়াবহ ভূমিকম্প চিলিতে, জারি সুনামি সতর্কতা

ভয়াবহ ভূমিকম্পের গ্রাসে দক্ষিণ চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭। জারি হল সুনামি সতর্কতা।

EiSamay.Com 25 Dec 2016, 9:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের গ্রাসে দক্ষিণ চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭। প্রকৃতির ধ্বংসলীলায় ক্রিসমাসের আনন্দ বদলে গেল শোক আর হাহাকারে। জারি হল সুনামি সতর্কতা।
EiSamay.Com earthquake of magnitude 7 7 hits southern chile tsunami warning issued
ভয়াবহ ভূমিকম্প চিলিতে, জারি সুনামি সতর্কতা


রবিবার বড়দিনের উত্‍সব পালনের তোড়জোড়ের মাঝেই ভূমিকম্পে বিধ্বস্ত হল দক্ষিণ চিলির পুয়ের্তো মন্ট শহর। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, দুপুর ২-২২ মিনিট নাগাদ ভূমিকম্প ঘটে। কম্পনের উত্‍স শহর থেকে ২২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের প্রায় ১৫ কিমি গভীরে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর এখনও এসে পৌঁছয়নি।

ভূমিকম্পের জেরে সতর্কতা জারি করেছে আমেরিকার প্রশান্ত মহাসাগরের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। কম্পনের উত্‍সস্থল থেকে ১০০০ কিমি ব্যাসার্ধ্বে এই সতর্কতা জারি করা হয়েছে। আশহ্কা করা হচ্ছে, কম্পনের জেরে উপকূলে ৯ ফিট ১০ ইঞ্চি পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে।

লস লাগোস উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার জন্য নির্দেশ জারি করেছে চিলির জাতীয় আপত্‍কালীন দপ্তর।

# An earthquake with a preliminary magnitude of 7.7 struck 225km (140 miles) southwest of Puerto Montt in southern Chile on Sunday.
# The US-based Pacific Tsunami Warning Center has issued tsunami warning.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল