অ্যাপশহর

জাভায় জোরালো ভূ-কম্পন, তীব্রতা ৬.৫

রাজধানী জাকার্তা-সহ আশপাশের বেশ কয়েক'টি শহরে ভূ-কম্পন অনুভূত হয়েছে।

EiSamay.Com 16 Dec 2017, 1:04 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার গভীর রাতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জনবহুল জাভা দ্বীপ। রাজধানী জাকার্তা-সহ আশপাশের বেশ কয়েক'টি শহরে ভূ-কম্পন অনুভূত হয়েছে। রাতেই জাভার উপকূলরেখা বরাবর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। গভীর রাত পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
EiSamay.Com earthquake of magnitude 6 5 hits off java indonesia
জাভায় জোরালো ভূ-কম্পন, তীব্রতা ৬.৫


আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫। পশ্চিমাঞ্চল ও মধ্য জাভার বিভিন্ন গ্রাম ছাড়াও রাজধানী জাকার্তা শহরে কম্পনের স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ড। শুক্রবার মধ্যরাতে এই কম্পন টের পাওয়া গিয়েছে। যার উত্‍‌পত্তিস্থল ছিল ৫৬ মাইল অর্থাত্‍‌ ৯১ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা এজেন্সির মুখপাত্র সুতোপো পুরো নগরোহো জানাচ্ছেন, হতাহতের খবর এখনও মেলেনি। তবে, পশ্চিম জাভায় অনেক বাড়িঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল