অ্যাপশহর

হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প ফেরত বৃদ্ধার ঘাড় ভাঙল মাদকাসক্ত

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় নেশাগ্রস্ত অবস্থায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই আরোহী। সারা রাজ্যে প্রশাসনের তরফে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রচার চললেও শেষ পর্যন্ত তা যে অনেকেই কানে তুলছেন না, এদিনের ঘটনায় তা স্পষ্ট।

EiSamay.Com 14 Feb 2019, 12:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক:‌ মদের নেশায় চুর হয়ে বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার হলেন দুই যুবক। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না।
EiSamay.Com drug addict breaks neck of holocaust survivor centenarian lady
হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প ফেরত বৃদ্ধার ঘাড় ভাঙল মাদকাসক্ত


মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় নেশাগ্রস্ত অবস্থায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই আরোহী। সারা রাজ্যে প্রশাসনের তরফে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রচার চললেও শেষ পর্যন্ত তা যে অনেকেই কানে তুলছেন না, এদিনের ঘটনায় তা স্পষ্ট।

পাথরপ্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের রামনগরের বাসিন্দা তিন বন্ধু মঙ্গলবার একটি অনুষ্ঠান দেখে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির কাছে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে তাদের বাইক। রাস্তায় ছিটকে পড়েন মনোরঞ্জন গুড়িয়া ও নীলকণ্ঠ মাইতি। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না।

মাথায় চোট পেয়ে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। দু’‌জনেরই বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। তৃতীয় আরোহী বাইকের পিছনে ছিলেন। তাঁরও আঘাত গুরুতর। তবে, প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল