অ্যাপশহর

এবার পাকিস্তান সীমান্ত আক্রমণ করল ইরান!

বুধবার, বালুচিস্তান সীমান্তে আঘাত হানে ইরান সেনা। তবে, এই আক্রমণ নিয়ে পাকিস্তান সরকার এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।

EiSamay.Com 30 Sep 2016, 7:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শিরে-সংক্রান্তি একেবারে। উরি-হামলার প্রতিশোধ নিতেনিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ চালায় ভারত। অন্যদিকে এবার পাক সীমান্তে হামলা চালালো ইরান।
EiSamay.Com double whammy for pakistan iran fires mortars into balochistan
এবার পাকিস্তান সীমান্ত আক্রমণ করল ইরান!


বুধবার, বালুচিস্তান সীমান্তে আঘাত হানে ইরান সেনা। তবে, এই আক্রমণ নিয়ে পাকিস্তান সরকার এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে, বেলুচিস্তানের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান সীমান্তে এদিন তিনটি কামান ছোঁড়া হয়। পাক অধিকৃত পানজুর জেলায় ও পাক সেনা ছাউনির কাছে আছড়ে পড়ে বলে দাবি করা হয়।

পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় ৯০০ কিমি সীমান্ত এলাকা রয়েছে। এই ঘটনার পরই ইরান সীমান্তে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে পাক সরকার। এর আগেও দুই দেশের মধ্যে গোলাগুলি চলেছে। জঙ্গিহামলাও চলেছে বারবার।

The Iranian forces fired three mortars into Balochistan area of Pakistan triggering panic among the locals, who were taken by surprise.

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল