অ্যাপশহর

ইমেলে অস্বস্তি বাড়তে পারে ট্রাম্পের

ট্রাম্পের ইমপিচমেন্ট তদন্তে সব তথ্যপ্রমাণ জমা এবং সাক্ষীদের ডেকে পাঠানোর বিরুদ্ধে সদ্য ভোট দিয়েছে মার্কিন সেনেট। তার পরই কোর্টে জমা পড়ল মার্কিন বিচারবিভাগের জমা দেওয়া প্রায় দু'ডজন ইমেল।

EiSamay.Com 2 Feb 2020, 9:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের ইমপিচমেন্ট তদন্তে সব তথ্যপ্রমাণ জমা এবং সাক্ষীদের ডেকে পাঠানোর বিরুদ্ধে সদ্য ভোট দিয়েছে মার্কিন সেনেট। তার পরই কোর্টে জমা পড়ল মার্কিন বিচারবিভাগের জমা দেওয়া প্রায় দু'ডজন ইমেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ইমেলের ছত্রে ছত্রে ইউক্রেনের প্রতিরক্ষা অনুদান বন্ধ করার ব্যাপারে ষড়যন্ত্রের তথ্যপ্রমাণ।
EiSamay.Com Donald Trump impeachment: Republicans prepare to defend Presidents expected acquittal
ডোনাল্ড ট্রাম্প।


ই-মেলগুলি যাতে কোনও ভাবেই প্রকাশ্যে না আসে, তা নিশ্চিত করতে তৎপর মার্কিন প্রশাসন। কিন্তু ইউক্রেনের অনুদান বন্ধে ট্রাম্পের সক্রিয় ভূমিকার এমন জ্বলন্ত প্রমাণ যে মিলবে না, তা স্পষ্ট সরকার-বিরোধী, সব মহলেই। মার্কিন সেনেটে বিরুদ্ধ প্রস্তাব পাশ হওয়ার পর আপাতত ট্রাম্পের ইমপিচমেন্টের সম্ভাবনা বিশ বাঁও জলে। কিন্তু এই ইমেল ফাঁস হলে তাঁর বিড়ম্বনা বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী জো বিডেন এবং তাঁর ছেলের ব্যাপারে দুর্নীতির তদন্ত শুরু করতে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করেছিলেন ট্রাম্প। ইউক্রেন রাজি না হওয়ায় একক সিদ্ধান্তে তাদের ৪০ কোটি ডলারের প্রতিরক্ষা অনুদান বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। অনুদান বন্ধ এবং কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয় তাঁর বিরুদ্ধে। সেটি মার্কিন হাউসে পাশ হলেও সেনেটে হয়নি।

শুক্রবার মাঝরাতে প্রকাশ্যে আসে ইমেলের কথা। সূত্রের খবর, গত জুন থেকেই ইউক্রেনের অনুদান বন্ধের ভাবনাচিন্তা করছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা ট্রাম্পের উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা দপ্তরের মেল চালাচালিতেই তা স্পষ্ট। ডেমোক্র্যাট সেনেটর চাক শ্যুমারের কথায়, 'হোয়াইট হাউস ট্রাম্পের এই ইমেলগুলো ধামাচাপা দিয়ে সত্যকে লুকোনোর চেষ্টা করছে, আর তাতে মদত দিচ্ছেন রিপাবলিকানরা। তবে এতে লাভ হবে না, সত্য একদিন সামনে আসবেই।'

পরের খবর