অ্যাপশহর

লাস্যময়ী ডায়ানাকে ট্রাম্প শয্যাসঙ্গিনী চেয়েছিলেন

নীল চোখের মায়াই হোক কিংবা সোনালি চুলের রহস্য৷ কারণ যাই হোক না কেন , যুবরানি ডায়ানার প্রেমে পড়েননি এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল৷

EiSamay.Com 27 Sep 2017, 10:56 am
লন্ডন : নীল চোখের মায়াই হোক কিংবা সোনালি চুলের রহস্য৷ কারণ যাই হোক না কেন , যুবরানি ডায়ানার প্রেমে পড়েননি এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল৷ তাঁর রূপের মুগ্ধতা মহিলারাও এড়াতে পারেন না৷ এমন মহিয়সীর প্রতি যে ডোনাল্ড ট্রাম্পও আকৃষ্ট হবেন , তাতে আশ্চর্যের কিছু নেই৷ কিন্ত্ত , তবে তাঁর কথায় বিতর্কের রসদ থাকবে না , তা -ও কী হয় ! হয়েছেও তাই৷ কারণ বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট একদা নিজের ভালোলাগার মানুষ সম্পর্কে রেডিয়োয় বলেছিলেন , ‘উনি (ডায়ানা ) একটু পাগল বটে , কিন্ত্ত ওঁর সঙ্গে আমি শুতে পারলে দারুণ হত !’
EiSamay.Com donald trump also boasted that he could have nailed princess diana long before his political ambitions became serious
লাস্যময়ী ডায়ানাকে ট্রাম্প শয্যাসঙ্গিনী চেয়েছিলেন


২০০০ সালে , অর্থাত্ ডায়নার মৃত্যুর তিন বছর পর , হাওয়ার্ড স্টার্নের রেডিয়ো শোয়ে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন ডন৷ সম্প্রতি যে সাক্ষাত্কারের সম্পূর্ণ কথোপকথন প্রকাশ করা হয়েছে৷ ওই শোয়ে ট্রাম্প বলেছিলেন , ‘ডায়ানা একটু খ্যাপাটে , কিন্ত্ত ওটা খুবই সামান্য বিষয়৷ সেটা এই ব্যাপারে বাধা হওয়া উচিত নয়৷ ’ ব্যবসায়ী ট্রাম্প নিজে একাধিক সুন্দরী প্রতিযোগিতা প্রযোজনা করেছেন , মডেলদের প্রতি তাঁর ‘দুর্বলতা ’র কথা কারও অজানা নয়৷ তাঁর বর্তমান স্ত্রী মেলানিয়াও পেশায় মডেলই ছিলেন৷ এক কালে ডায়ানার মধ্যেও এক জন মডেলকে দেখতে পেয়েছিলেন ট্রাম্প৷ সাক্ষাত্কারে বলেছিলেন , ‘উনি দীর্ঘাঙ্গী , রূপ আছে , শরীর থেকে যেন জেল্লা বেরোয় ...বাকি সবও দারুন ! পারফেক্ট ফিগার৷ ’ ওই শোয়ে তাঁর দেখা ‘হট ’ মহিলাদের সম্পর্কে আলোচনা করছিলেন ট্রাম্প , সেই তালিকার তিন নম্বরে নাম ছিল ব্রিটেনের যুবরানির৷ দ্বিতীয় স্থানে প্রাক্তন স্ত্রী ইভানা (ইভাঙ্কার মা )৷ সবার ওপরে মেলানিয়া৷

১৯৯৭ সালেও এক বার এই শোয়েই ডায়নাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ট্রাম্প৷ সে সময় তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের আগে মহিলাদের ‘এইচআইভি ’ পরীক্ষা করিয়ে নেওয়ার কথা বলে বেড়াচ্ছিলেন ডন৷ সঞ্চালককে বলেছিলেন , ডায়ানাকে এই কথা বললে তিনি একটু কায়দা করে বলতেন৷ না হলে সুন্দরী রেগে যেতেন যে ! ডায়ানার মৃত্যুর তিন মাসের মাথায় প্রকাশিত একটি বইয়ে ট্রাম্প লিখেছিলেন , ‘মানুষকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা ছিল ডায়ানার৷ উনি স্বপ্নে দেখা রাজকন্যা৷ ’একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা সেলিনা স্কট ২০১৫ সালে দেওয়া সাক্ষাত্কারে বলেছিলেন , হাই প্রোফাইল পার্টিতে একাধিক বার দু’জনের সাক্ষাত্ হয়েছিল৷ একটা সময় তো ট্রাম্প এমন ভাবে ডায়নার পিছে পড়ে গিয়েছিলেন যে মনে হত , উনি যুবরানিকে ‘ফলো ’ করছেন৷ লন্ডনের বাড়িতে দামী দামী উপহারও পাঠাতে শুরু করেছিলেন৷ এর নেপথ্যে শুধু মাত্র ‘কামনা ’ ছিল না বলেই মনে করেন স্কট৷ তাঁর মতে , ডায়নাকে বিয়ে করতে চেয়েছিলেন ডন৷ হয়তো সেই কারণেই মৃত্যুর খবর পাওয়ার পর বলেছিলেন , ওঁর সঙ্গে প্রেম না করতে পারার দুঃখ সারাজীবন রয়ে যাবে৷

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল