অ্যাপশহর

ফুসফুস ছ-দিন ধরে শরীরের বাইরে, যুবতীকে নবজন্ম দিলেন ডাক্তাররা

শরীর থেকে সংক্রামিত ফুসফুস কেটে বাদ দিয়ে, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে যুবতী মাকে ফিরিয়ে আনলেন কানাডার একদল ডাক্তার!

EiSamay.Com 27 Jan 2017, 5:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শরীর থেকে সংক্রামিত ফুসফুস কেটে বাদ দিয়ে, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে যুবতী মাকে ফিরিয়ে আনলেন কানাডার একদল ডাক্তার!
EiSamay.Com doctors save womans life by removing her lungs for six days
ফুসফুস ছ-দিন ধরে শরীরের বাইরে, যুবতীকে নবজন্ম দিলেন ডাক্তাররা


ডাক্তাররা জানান, ব্যাক্টেরিয়াঘটিত সংক্রমণ হয়েছিল ওই যুবতীর। কোনও অ্যন্টিবায়োটিকেই কাজ হচ্ছিল না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গড়ে ওঠায়, যুবতীর চিকিত্‍‌সা করতে অসহায় বোধ করছিলেন ডাক্তাররা।

এমতবস্থায় সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাক্তারদের হাতে ছিল মাত্রই কয়েকটা ঘণ্টা। কারণ, সংক্রমণ ছড়াচ্ছিল দ্রুততায়। অন্য অরগ্যানের কাজও ক্রমে স্তব্ধ হতে বসেছিল। ফলে, সাহসী পদক্ষেপ করতেই হয় কানাডার ওই ডাক্তারদের। ঝুঁকি নিয়ে তাঁরা প্রথমেই বাদ দেন ওই সংক্রামিত ফুসফুস। অস্থায়ী ভাবে লাগিয়ে দেন কৃত্রিম ফুসফুস। তাতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন ওই যুবতী।

তখনও ডাক্তাররা জানতেন না ফুসফুসের ডোনার পাবেন। ফলে পুরোপুরি স্বস্তিতে তাঁরা থাকতে পারছিলেন না। ঠিক ছ-দিনের মাথায় ফুসফুস পাওয়ার পরেই, কৃত্রিম ফুসফুস সরিয়ে, তা প্রতিস্থাপন করা হয়।



কানাডার ওই ডাক্তারদের দাবি, সংক্রামিত ফুসফুস বাদ দিয়ে এমন অস্ত্রোপচার বিশ্বের আর কোথাও ঘটেনি। তাঁরাই এই নজির গড়েছেন। তবে এই নজিরের থেকেও তাঁদের আনন্দ দিয়েছে অস্ত্রোপচারের সাফল্যা। যুবতী মাকে যে তাঁর বাচ্চার কাছে শেষপর্যন্ত ফিরিয়ে দিতে পেরেছেন, তাতেই আপ্লুত ডাক্তাররা।

পরের খবর

Worldসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল