অ্যাপশহর

মূত্রথলি থেকে প্রস্রাব 'সাক' করে বৃদ্ধ বিমানযাত্রীর প্রাণ বাঁচালেন ডাক্তার

সেদিক থেকে দেখলে, তিনি স্বধর্মই পালন করেছেন। কিন্তু, তার পরেও বলতে হয়, এই ডাক্তার নিজে থেকে যা করেছেন, তা অন্য কেউ করতেন না। বিমানের যাত্রী অসুস্থ এক প্রবীণের মূত্রথলিতে জমে থাকা ৮০০ এমএল প্রস্রাব তিনি নিজে 'সাক' করে বের করেছেন। যদি ডাক্তার তা না করতেন, ওই বৃদ্ধের মৃত্যু পর্যন্ত হতে পারত।

EiSamay.Com 23 Nov 2019, 1:01 am
এই সময় ডিজিটাল ডেস্ক: উড়ন্ত বিমানে প্রায় মরতে-বসা বিমানযাত্রীকে নবজীবন দিয়ে সকলের চোখে 'নায়ক' হয়ে উঠলেন এক ডাক্তার। চিকিত্‍‌সকের ধর্মই রোগীর সেবা করা। সেদিক থেকে দেখলে, তিনি স্বধর্মই পালন করেছেন। কিন্তু, তার পরেও বলতে হয়, এই ডাক্তার নিজে থেকে যা করেছেন, তা অন্য কেউ করতেন না। বিমানের যাত্রী অসুস্থ এক প্রবীণের মূত্রথলিতে জমে থাকা ৮০০ এমএল প্রস্রাব তিনি নিজে 'সাক' করে বের করেছেন। যদি ডাক্তার তা না করতেন, ওই বৃদ্ধের মৃত্যু পর্যন্ত হতে পারত।
EiSamay.Com GettyImages-1129611517
ডাক্তার ঝাং হং


চিনের সাউদার্ন এয়ারওয়েজের সিজেড ৩০০৯ ফ্লাইটটি তখন মাঝআকাশে। গত মঙ্গলবারের ঘটনা। দক্ষিণপূর্ব চিনের বাম গুয়াংজু থেকে বিমান ছেড়ে নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল। আমেরিকার নিউ ইয়র্ক শহর তখনও আরও ছ-ঘণ্টার পথ। হঠাত্‍‌ই তলপেটে ব্যথা শুরু হয় ওই বিমানের যাত্রী এক বৃদ্ধের। কিছুক্ষণের মধ্যেই যন্ত্রণায় তিনি একেবারে কাহিল হয়ে পড়েন। সহযাত্রীদের সাহায্য চেয়ে আর্তি জানান প্রবীণ মানুষটি।

ফের যোগীরাজ্য, কিশোরীকে ধর্ষণ করে আগুন দিল প্রতিবেশী যুবক

আমেরিকার নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ওই বিমানের এক কর্মী লক্ষ্য করেন, ফ্লাইটের এক যাত্রী কুলকুল করে ঘামছেন। ইশারায় তিনি জানাচ্ছেন পেটে অসহ্য যন্ত্রণার কথা। ওই উড়ানেই ছিলেন জিনান ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালের ভাসকুলার সার্জারির প্রধান ডাক্তার ঝাং হং। বিমানকর্তৃপক্ষকে তাঁরই দ্বারস্থ হতে হয়। ওই বৃদ্ধের পরিবার ডাক্তারকে জানায়, প্রস্টেট বড় হওয়ায়, শারীরিক সমস্যা ভুগছেন প্রবীণ এই মানুষটি।

উড়ন্ত ঋদ্ধির দুরন্ত ক্যাচে রেকর্ড! এলিট লিস্টে নাম সাহার

ডাক্তার ঝাং হং-এর কথায়, 'আমি যখন মানুষটিকে দেখি, যন্ত্রণায় কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না। আমার তখন একটাই চিন্তা, কী করে মূত্রথলিতে জমে থাকা প্রস্রাব বাইরে বের করে আনা যায়।' এরপর ওই ডাক্তার যা করেছেন, তা এককথায়, অকল্পনীয়। ৩৭ মিনিট ধরে 'সাক' করে, তিনি বৃদ্ধের মূত্রথলির সমস্ত প্রস্রাব বের করে আনেন। ডাক্তার হিসেবে এতটুকু দ্বিধা করেননি।

এ জন্য প্লাস্টিকের একটি পাইপ জোগাড় করেন। সাক-করা মূত্র ফেলার জন্য নেন খালি মদের বোতল। ধৈর্যের সঙ্গে প্রায় চল্লিশ মিনিট ধরে, মূত্রথলি থেকে সেই পাইপের মাধ্যমে মূত্র টেনে এনে বোতলে জড়ো করেন। তলপেটের যন্ত্রণায় স্বস্তি পান প্রস্টেটের অসুখে ভোগা সেই মানুষটি। ওই চিকিত্‍‌সকের কথায়, দ্রততায় এই কাজটি না করতে পারলে, প্রবীণ মানুষটি মারাও যেতে পারতেন।

পরের খবর